দেশ

পুনের আকাশে ‘মশা টর্নেডো’, মুথা নদীর ওপর দিয়ে উড়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে মশা

'Mosquito tornado' in Pune sky,

The Truth Of Bengal: পুনের আকাশে বিরল চিত্র। যা দেখে রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। পুনে শহরের মুথা নদীর ওপর দিয়ে উড়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে মশা। যাকে বলা হয় মশা টর্নেডো। মশা টর্নেডো দেখে কার্যত হুঁশ হুড়েছে স্থানীয় বাসিন্দাদের। কিভাবে প্রাদুর্ভাব ঘটল এই মশার।

ঘূর্ণিঝড় টর্নেডো সম্পর্কে কমবেশি সকলেই পরিচিত। তবে এবার পুনের আকাশে যে দৃশ্য দেখা গেল তা কার্যত বিরল। পুনে শহরের মুথা নদীর ওপর দিয়ে উড়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে মশা। যাকে বলা হয় মশা টর্নেডো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ভিডিওতে দেখা যাচ্ছে কলাম আকারে বিশাল বিশাল মশার ঝাঁক। যা দেখে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। জানা যাচ্ছে, সাম্প্রতিক আবহাওয়ার যা পরিস্থিতি তা মশার প্রজননের জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে। আর তাতেই, পুণে শহরাঞ্চলে এত বিপুল মশার সমাবেশ ঘটেছে। দৃশ্যটি একেবারে পরাবাস্তব হলেও, সোশ্যাল মিডিয়ায় ওই অঞ্চলে এই বিপুল সংখ্যক মশার উপস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার মতো বিভিন্ন রোগের বাহক। কাজেই, মশা টর্নেডো থেকে কেশবনগর এবং খারাডি এলাকায় মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে এই প্রথম নয় এর আগেও একাধিক দেশে এই মশা টর্নেডো লক্ষ্য করা গেছে। রাশিয়া, মধ্য আমেরিকার কয়েকটি জায়গায় এই ধরনের ‘মশার টর্নেডো’  প্রাদুর্ভাব ঘটেছে বলেই সূত্রের খবর। তবে এটি নির্দিষ্ট আবহাওয়ায় নির্দিষ্ট পরিস্থিতিতে তৈরি হয় বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। যে আবহাওয়া মশার বংশবৃদ্ধির জন্য উপযুক্ত।  বিশেষজ্ঞদের মতে সেই পরিস্থিতির জন্যই পুণেতে ওরকম মশাল দঙ্গল দেখা গিয়েছে। আর এই ভিডিও ছড়িতে পড়তেই বেশ চিন্তিত নেটনাগরিকেরা।

Free Access

Related Articles