গেমিং জোনে আগুন, ২০জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা, গুজরাটের রাজকোটে গ্রাস করেছে আতঙ্ক
More than 20 people are expected to die

The Truth of Bengal : গুজরাটের রাজকোটে গেমিং জোনে শনিবার সন্ধ্যায় আচমকা আগুন লেগে যায়।আগুন ভয়াবহ আকার নেওয়ায় বিপদ হয়। দ্রুত আগুন পুরো এলাকা গ্রাস করলে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। কমপক্ষে ২০জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আরও বেশ কয়েকজন জখম হন।মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বাণিজ্যিক ব্যস্ততার মাঝে এই বিচ্ছিন্ন ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় পড়ে যায়।মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল,এই ঘটনার ওপর তিনি নজর রাখেন বলে জানান।দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরাও।
ভিডিয়োয় দেখা যায় এলাকায় পৌঁছেছে দমকলবাহিনী। খবর পেয়ে যায় পুলিশও। প্রশাসনের কর্তারা জানিয়েছেন, গেমিং জোনের ভিতরে অনেকেই আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আটকে থাকতে পারে গেমিং জোনে খেলতে আসা কিছু শিশুও কিশোর।বলা যায় এই ধরনের গেমিং জোন ঘেরাটোপের মধ্যে থাকে। কার রেসিং থেকে শুরু করে নানা ধরনের ইনডোর এবং আউটডোর গেমের ব্যবস্থাও থাকে সেখানে।খেলার অঙ্গ হিসেবে মজুত রাখা হয় টায়ার, প্লাস্টিকের মতো অতিদাহ্য পদার্থ। তাই এই সব দ্রাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে।
રાજકોટમાં ગેમ ઝોનમાં સર્જાયેલી આગની દુર્ઘટનામાં તત્કાલ બચાવ અને રાહત કામગીરી માટે મહાનગરપાલિકા અને વહીવટી તંત્રને સૂચનાઓ આપી છે. ઇજાગ્રસ્ત લોકોને તાત્કાલિક સારવાર મળે તે માટેની વ્યવસ્થાઓને અગ્રતા આપવા પણ સૂચના આપી છે.
— Bhupendra Patel (Modi Ka Parivar) (@Bhupendrapbjp) May 25, 2024
শনিবার আগুন লাগার সময় গেমিং জোনের ভিতরে অনেকেই ছিলেন বলে পুলিশের অনুমান। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তাঁরা অনেকেই বাইরে আসতে পারেননি।মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল জানিয়েছেন,রাজকোট পুরপ্রশাসনকে এই ঘটনায় তত্পরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা আহত হয়েছে তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করার নির্দেশও দেওয়া হয়েছে।রাতেও আগুন নিয়ন্ত্রণে না আসায় টিআরপি গেমিং জোনে যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারকাজ চলে।আশা করা হচ্ছে আহতদের চিকিত্সার মাধ্যমে সুস্থ করে তোলা হবে।নির্বাচনের মাঝে এই ধরণের ঘটনায় বিরোধীরা প্রশ্ন তুলেছে,বিজেপি সরকারের নজরদারির অভাবেই ব্যাঙের ছাতার মতো এই গেমিং জোন গড়ে উঠছে।যারজন্য সাধারণ মানুষকে তার মূল্য দিতে হচ্ছে।