দেশ
Trending

ক্যামেরা হাতে হিমাচলে মোদি ! দেখুন সেই ভাইরাল ভিডিও

Modi in Himachal with the camera! Watch the viral video

The Truth Of Bengal: দেশে চলছে লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনী আবহের মধ্যেই এবার এক অন্য ছন্দে ধরা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার হিমাচল প্রদেশে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। আর প্রচার শেষে সেখান থেকে ফেরার সময়ই এবার হিমাচলের অপরূপ সৌন্দর্য্যকে ক্যামেরাবন্দী করতে নেমে ক্যামেরা হাতে নেমে পড়লেন তিনি।

শুক্রবার হিমাচল প্রদেশের নাহান এবং মান্ডিতে পরপর দুটি জনসভা করেন তিনি। হিমাচলের মাটিতে বিজেপির ঘাঁটি শক্ত করতে রাজনৈতিকভাবে নেতাকর্মীদের উদ্বুদ্ধও করেন তিনি। তবে, সভা শেষে ফেরার পথে রাজনৈতিক ব্যক্তিত্বের সেই মোড়ক থেকে যেন বেরিয়ে আসেন মোদি। পাহাড় দেখা মাত্রই ক্যামেরা হাতে গাড়ি থেকে নেমে পড়েন তিনি। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন নরেন্দ্র মোদি। ভিডিওতে দেখা যাচ্ছে, ডিএসএলআর ক্যামেরায় টেলিফটো লেন্স লাগিয়ে পাহাড় এবং প্রকৃতির ছবি তুলছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Narendra Modi (@narendramodi)

ভিডিওর ক্যাপশনে মোদির সংযোজন- ” মনোরম হিমাচল প্রদেশ! ব্যস্ত নির্বাচনী প্রচারের মধ্যে, আমি এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের কিছু ছবি ক্যামেরা বন্দি করা থেকে নিজেকে আটকাতে পারিনি। হিমাচলে এসে আমার এখানে এর আগের বেশ কিছু সফরের স্মৃতি ফিরে এসেছে। এই রাজ্যের সঙ্গে আমার বন্ধন খুব শক্তিশালী। ” সব মিলিয়ে, নির্বাচনের গরমাগরম আবহের মধ্যেও যে প্রকৃতির মাঝে দু-দণ্ড শান্তির খোঁজে ক্যামেরা হাতে নেমে পড়েছেন মোদি, তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও-ই আরও একবার স্পষ্ট করল।

Related Articles