দেশ
Trending

কৃষক আন্দোলন উত্তাল রাজধানী, পঞ্ছম দফার বৈঠকের ডাক মোদি সরকারের

Modi government calls for fifth round of meeting with farmers

The Truth Of Bengal : কৃষক আন্দোলনের জেরে চাপে কেন্দ্রীয় সরকার। চতুর্থ বারের পরে আবার পঞ্চম দফায় কৃষকদের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছে মোদি সরকার। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে কেন্দ্রের বিরুদ্ধে কৃষকদের যে বিক্ষোভ সেটা আটকাতে একেবারে মরিয়া হয়ে পড়েছে কেন্দ্রের প্রশাসন।

গত বুধবার দেশের কৃষকেরা দিল্লি চলো ডাক দিয়েছিলেন। সেইমত ঐ দিন সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে পাঞ্জাব হরিয়ানা সীমান্ত। প্রায় ১৪ হাজার কৃষক সীমান্ত পার করতে গেলে তাদের পুলিশের সাথে খন্ড যুদ্ধের সূত্রপাত হয়। কৃষক সমাজকে আটকাতে ড্রোনের মাধ্যমে তাদের লক্ষ্য করে ছড়া হয় টিয়ার গ্যাস। নামানো হয় আধা সামরিক বাহিনীকেও। তবে অন্নদাতাদের কোনোভাবেই আটকানো সম্ভব হয়নি। খুব স্বাভাবিকভাবেই কৃষকদের এই আন্দোলন নিয়ে মরিয়া মনোভাব দেখে ভীত হয়েছে মোদি সরকার। এই পরিস্থিতিতে পঞ্চম দফায় বৈঠকের ডাক দেওয়া হয়েছে তাদের তরফে।

প্রসঙ্গত দুই হাজার কুড়ি ২১ সালে কৃষক বিক্ষোভ হয়েছিল। যার ফলে ঘুমন্ত মোদি সরকারকে চাপের ফেলে আইন পরিবর্তন করতে বাধ্য করা হয়। কিন্তু এবার আবার নতুন করে ক্ষোভে পুষছেন কৃষকেরা। তাদের আন্দোলন কি আবার সর্বশক্তি দিয়ে আটকাতে কোন খামটি রাখছেন না কেন্দ্রের সরকার। এই পরিপ্রেক্ষিতেই কৃষকদের সঙ্গে ফের একবার পঞ্চম দফার আলোচনার ডাক দিয়েছেন কৃষি মন্ত্রী অর্জুন মন্ডা। তিনি বলেন, “চতুর্থ রাউন্ডের পরে সরকার MSP বা ন্যূনতম সহায়ক মূল্য সহ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আমি সব কৃষক নেতাদের আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি”। এদিকে আন্দোলনরত কৃষকদের তরফে জানানো হয়েছে যে কেন্দ্রীয় সরকার তাদের কোনভাবেই দিল্লিতে পৌঁছতে দিচ্ছে না।

 

FREE ACCESS

Related Articles