দেশ

মেশানো হচ্ছে পশুর চর্বি! তিরুপতির প্রসাদ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ চন্দ্রবাবু নায়ডুর

Mixing animal fat! Chandrababu Naidu's sensational complaint about Tirupati Prasad

Truth Of Bengal: ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতি বেঙ্কটেশ্বর মন্দিরে প্রতিবছর ভিড় করে থাকেন বহু ভক্তরা। তিরুপতি মন্দিরের বিশেষ আকর্ষণ হিসাবে থাকে প্রসাদী লাড্ডু। এবার সেই লাড্ডুতে মেশানো হচ্ছে পশুর চর্বি! বুধবার এনডিএ বিধায়কদের বৈঠকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন।

তিনি বলেন, ‘‘ওয়াইএসআর কংগ্রেস সরকারর আমলে তিরুপতির মন্দিরের প্রসাদী লাড্ডু নিম্ন মানের সামগ্রী দিয়ে বানানো হত। এমনকি, ঘিয়ের বদলে পশুর চর্বিও মেশানো হত!’’ শুধু তিনিই যে এই অভিযোগ তুলেছেন তা নয়। পাশাপাশি চন্দ্রবাবুর পুত্র নারা লোকেশ তথা অন্ধ্রের তথ্যপ্রযুক্তির মন্ত্রী, প্রসাদী লাড্ডুতে চর্বি মেশানোর অভিযোগ তুলেছেন।

তিনি তাঁর সমাজ মধ্যমে একটি পোস্ট করে লেখেন ‘‘তিরুমালার ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির আমাদের সবচেয়ে পবিত্র মন্দির। আমি জেনে হতবাক হয়ে গিয়েছি যে, ওয়াইএস জগনমোহন রেড্ডির প্রশাসন তিরুপতি প্রসাদমে ঘিয়ের পরিবর্তে পশুর চর্বি ব্যবহার করেছে।’’ বিশ্বখ্যাত তিরুপতি বেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী লাড্ডু প্রতিদিন বিশ্বের নানা ভক্তদের পাঠানোর ব্যবস্থা করে দায়িত্বপ্রাপ্ত ‘তিরুমালা তিরুপতি দেবস্থানম’ (টিটিডি) কর্তৃপক্ষ। চলতি বছর অযধ্যায় রাম মন্দির উদ্ধোধনেও বিশেষ প্রসাদ হিসাবে আনা হয় তিরুপতি বেঙ্কটেশ্বর মন্দিরে প্রসাদী লাড্ডু।

অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু ও তার পুত্র নারা লোকেশ এই অভিযোগে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন। তিনি বলেন,‘‘চন্দ্রবাবু নোংরা রাজনীতি করছেন। তিনি ভগবান ভেঙ্কটেশ্বর স্বামীর কোটি কোটি ভক্তের ভাবাবেগে আঘাত দিয়েছেন।’’

Related Articles