দেশ

ভারতীয় আবহাওয়া বিভাগের ১৫০ বছরে ‘মিশন মৌসম’ চালু ভারতে

'Mission Mausam' launched in India to mark 150 years of Indian Meteorological Department

Truth Of Bengal: সোমবার ছিল ভারতীয় আবহাওয়া বিভাগের ১৫০তম প্রতিষ্ঠা দিবস। দেশ-বিদেশে প্রতিনিধিদের উপস্থিতিতে এই অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন চালু করেন ‘মিশন মৌসুম’। তিনি বলেন, ‘আজ (মঙ্গলবার) সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে। সূর্য ক্রমশ উত্তর দিকে সরে যাচ্ছে। আমাদের ভারতীয় ঐতিহ্যে একে উত্তরায়ণ বলা হয়। এই দিন চাষের প্রস্তুতি শুরু হয় এবং সেই কারণেই এই দিনটিকে ভারতীয় ঐতিহ্যে এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

এটি উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন সাংস্কৃতিক রঙে পালিত হয়। এই উপলক্ষ্যে, আমি সমস্ত দেশবাসীকে মকর সংক্রান্তির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন উত্সবের জন্য অভিনন্দন জানাই।’ পাশাপাশি মোদি এদিন বলেন, ‘আজ আমরা ভারতীয় আবহাওয়া বিভাগ অর্থাৎ আইএমডির ১৫০ বছর উদযাপন করছি। এটি শুধু ভারতীয় আবহাওয়া দফতরের যাত্রা নয়, এটি আমাদের দেশে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিরও যাত্রা।

আইএমডি শুধু কোটি কোটি ভারতীয়র সেবাই করেনি বরং ভারতের বৈজ্ঞানিক যাত্রার প্রতীক হয়ে উঠেছে। বৈজ্ঞানিক প্রতিষ্ঠানে গবেষণা এবং উদ্ভাবন নতুন ভারতের নীতির অংশ। তাই, গত ১০ বছরে আইএমডি-এর পরিকাঠামো এবং প্রযুক্তিও অভূতপূর্বভাবে প্রসারিত হয়েছে। ভারতকে জলবায়ু-স্মার্ট জাতি হিসাবে গড়ে তুলতে আমরা মিশন মৌসুমও চালু করেছি। মিশন মৌসম একটি টেকসই ভবিষ্যৎ এবং ভবিষ্যতের প্রস্তুতির প্রতি ভারতের প্রতিশ্রুতির প্রতীক।