দেশ

বাড়িতে ঢুকে গুলি চালালো দুষ্কৃতিরা, গুলিতে ঝাঁঝরা স্কুল শিক্ষকের স্ত্রী-সন্তান

Miscreants entered the house and opened fire, Jhanjhar school teacher's wife and children were shot dead.

Truth Of Bengal: বর্তমান সময়ে অন্যায়, অবিচার, নৃশংসতা যে কতটা বৃদ্ধি পেয়েছে তা বুঝতে হলে সমাজের দর্পণে তাকালেই বোঝা যায়। প্রায়ই কত শত নৃশংস ঘটনা ঘটছে চোখের সামনে, এখন সাধারণ মানুষও আর তেমন অবাক হয় না এসব ঘটনায়। এমনই এক ঘটনার সাক্ষী হল আমেঠী। এক স্কুল শিক্ষকের বাড়িতে ঢুকে স্কুল শিক্ষককে উদ্দেশ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা। এই হামলায় গুলিতে ঝাঁঝরা হয়ে গেল স্কুল শিক্ষকের স্ত্রী ও সন্তান।

উত্তরপ্রদেশের আমেঠিতে এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। এক সরকারি স্কুলের শিক্ষক এবং তার পরিবারকে তাদের বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা খুন করেছে, যদিও শহরজুড়ে কড়া নিরাপত্তা ছিল। এই ঘটনায় উত্তরপ্রদেশে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

বৃহস্পতিবার আমেঠির ভবানীনগরে এক দলিত শিক্ষকের বাড়িতে হঠাৎ কয়েকজন দুষ্কৃতী ঢুকে পড়ে। তারা সুনীল কুমার নামের শিক্ষক, তার স্ত্রী পুনম কুমার এবং তাদের দুই শিশুকন্যাকে গুলি করে হত্যা করে। শিশুদের মধ্যে একজনের বয়স ছয় বছর এবং অন্যজনের বয়স এক বছর। এই হামলা শহরে পুলিশি ঘেরাটোপ থাকা সত্ত্বেও ঘটেছে। ভবানীনগরে একটি মেলার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল।

সুনীল কুমার ভবানীনগরে একটি ভাড়া বাড়িতে থাকতেন। সম্প্রতি তার স্ত্রী প্রাণহানির আশঙ্কা নিয়ে থানায় অভিযোগ জানিয়েছিলেন। এরপরই বৃহস্পতিবারের এই হামলা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার মূল চার অভিযুক্ত পলাতক। ঘটনাস্থল থেকে গুলির খোল এবং কার্তুজ উদ্ধার হয়েছে।

এই ঘটনা উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে বিরোধীদের প্রশ্ন তুলেছে। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে এসসি-এসটি আইনে মামলা করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দোষীদের অবিলম্বে কড়া শাস্তির আশ্বাস দিয়েছেন।

Related Articles