দেশ
ভারতে খোঁজ মিলল প্রায় ৪ কোটি বছরের পুরনো বিরল জীবাশ্মের
Millions of years old rare fossils were found in India

The Truth of Bengal,Mou Basu: উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম। সেই মেঘালয় এবার খোঁজ মিলেছে ৩-৪ কোটি বছর পুরনো বিরল জীবাশ্মের। কোর জিও এক্সপিডিশন গ্রুপের সদস্যরা চলতি বছরের ফেব্রুয়ারিতে মেঘালয়ে অভিযানে যান। সাউথ গারো হিলস জেলার সিজু এলাকায় টোলেগ্রের কাছে প্রত্যন্ত গঙ্গডাপ গ্রামে ৩ সপ্তাহ ধরে অভিযান চলে। সেখানেই ৩-৪ কোটি বছর পুরনো বিরল জীবাশ্মের খোঁজ মিলেছে। মনে করা হচ্ছে, জীবাশ্মগুলি প্রাগৈতিহাসিক রোডোসেটাস বা অ্যাম্বুলোসেটাস জেনাসের অন্তর্ভুক্ত গোষ্ঠীর। এদের এখনকার তিমির পূর্ব পুরুষ বলে মনে করা হয়। পৃথিবীর বর্তমান যুগকে আগেই ‘মেঘালয়ান এজ’ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। আপাতত ওই ঘটনাস্থলে অনুসন্ধান চালাচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দল।