ফের পরিযায়ী শ্রমিকদের উপর জঙ্গি হামলা জম্মু ও কাশ্মীরে, আহত দুই
Militant attack on migrant workers again in Jammu and Kashmir, two injured

Truth Of Bengal: জম্মু ও কাশ্মীরের বদগাম এলাকায় উত্তরপ্রদেশের দুই পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালিয়েছে জঙ্গিরা। পুলিশ জানিয়েছে, উভয় শ্রমিককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল।
গত দুই সপ্তাহে এই নিয়ে চতুর্থবার কাশ্মীর উপত্যকায় পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ঘটনা ঘটল। ২০ অক্টোবরের ঘটনাটি ছিল সবচেয়ে ভয়াবহ। ওই ঘটনায় জঙ্গিরা গান্ধেরবাল জেলার একটি টানেল নির্মাণ সাইটে সাতজনকে গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে ছিলেন একজন স্থানীয় ডাক্তার এবং দুই বিহারী শ্রমিক।
২০ অক্টোবরের হামলায় জড়িত দুই সন্ত্রাসীর মধ্যে একজন কুলগামের স্থানীয় বাসিন্দা, যিনি ২০২৩ সালে জঙ্গি সংগঠনে যোগ দেন। অপরজন পাকিস্তান থেকে আগত বলে সন্দেহ করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন ও পুলিশ এই ঘটনার নিন্দা করে বলেছে যে, তারা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ঘটনার তদন্ত চলছে পাশাপাশি সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।