দেশ

ভূস্বর্গে জঙ্গি হানা, নিহত ৩ সেনা জাওয়ান

killed 3 army

The Truth of Bengal: একদিকে জম্মু ও কাশ্মীরের সেনা জঙ্গি লড়াই। অন্যদিকে ২৬-১১ স্মৃতি উস্কে দিয়ে মুম্বই পুলিশের কাছে ভুয়ো ফোন। উভয় ক্ষেত্রেই নজর রাখছে সেনা ও পুলিশ। এদিন আতঙ্কবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর লড়াইয়ে মৃত্যু হয়েছে ৩ জনের এবং আহত  ১ জন । নিহত হওয়া ওই ৩ জনের মধ্যে আছেন এক অফিসারও। আহত হওয়া ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় এক হাসপাতালে । ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার ধর্মশালের বাজিমাল এলাকায় । এই একালায় আগে থেকেই জঙ্গিরা আত্মগোপনে ছিল বলে খবর পায় ভারতের নিরাপত্তা বাহিনী।

খবর পাওয়ার পর নিরাপত্তা বাহিনী জঙ্গি দমনে বাজিমাল এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশি শুরু করার পরেই  বাহিনীকে নিশানা করে গুলি চালাতে শুরু করে দুই জঙ্গি। পাল্টা আক্রমণ চালায় নিরাপত্তা বাহিনী। চলতে থাকা গুলির লড়াইয়ে বাহিনীর ৩ সদস্য শহীদ হওয়ার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই দুই জঙ্গি। তাদের খোঁজে রাজৌরি জেলার সর্বত্র তল্লাশি চালাচ্ছে পুলিশ। কড়া নজরদারিরও ব্যবিস্থা করা হয়েছে।অন্যদিকে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি মুম্বই পুলিশ কে ফোন করে জানায় সেই গা কাঁটা দেওয়ার ২৬/১১ দৃশ্য আবারও সামনে আসতে চলেছে।

ব্যক্তির মতে মুম্বইয়ে বড়সড় হামলার ছক কষছে সন্ত্রাসবাদীরা। তিনি জানিয়েছে এই হামলার পরিকল্পনা করেছে সামা নামে গুজরাটের এক মহিলা। এই মহিলার যোগাযোগ রয়েছে জম্মু কাশ্মীরের এক যুবক আসিফের সঙ্গে। তারা উভয়েই গা ঢাকা দিয়েছে মুম্বই শহরে। এর ফোনের পরেই মুম্বই শহরে সমস্ত রাস্তা ঘাটে কড়া নজরদারি রাখা হয়েছে। প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি তালাচ্ছে মুম্বই পুলিশ। তবে দুই ঘটনার মধ্যে কোন যোগসূত্র নেই তো? এই সন্দেহ দানা বেঁধেছে পুলিশের কাছে। রাজৌরির এনকাউন্টারের ঘটনা ঘটানো দুই  জঙ্গি কি তবে সামা এবং আসিফ? সেই ধোঁয়াশা সমাধান কড়তে কোমর বেঁধে তল্লাশি অভিযানে মাঠে নেমেছে পুলিশ।

Related Articles