মার্কোস কমান্ডো অভিযানে উদ্ধার অপহৃত জাহাজ, গ্রেফতার ৩৫ সোমালি জলদস্যু
Marcos commando operation recovers hijacked ship, arrests 35

The Truth Of Bengal: ফের সোমালি জলদস্যুদের বিরুদ্ধে বড় সাফল্য পেল ভারতীয় নৌবাহিনী। সোমালি জলদস্যুদের কবল থেকে মাল্টার একটি পণ্যবাহী জাহাজ উদ্ধার করল ভারতীয় নৌসেনা। এই অভিযানে আইএনএস কলকাতার সঙ্গে অংশ নেয় রণতরী আইএনএস সুভদ্রা। শনিবার সব জলদস্যুকে গ্রেফতার করে নৌসেনা। জাহাজের নাবিক ও ক্রুদের অক্ষতদের উদ্ধার করা হয়।
ভারতীয় নৌবাহিনীর পরাক্রমে আত্মসমর্পণ করতে বাধ্য হয় ৩৫ জন ভয়ঙ্কর সোমালি জলদস্যু। ভারতীয় নৌবাহিনী রীতিমতো পরিকল্পনা করে এই অভিযান চালায়। ভারতীয় উপকূল থেকে প্রায় ১৪০০ নটিক্যাল মাইল দূরে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ থেকে আত্মসমর্পণ করে জলদস্যুরা। এই অভিযানে আইএনএস কলকাতার সঙ্গে অংশ নেয় রণতরী আইএনএস সুভদ্রা। শনিবার সব জলদস্যুকে গ্রেফতার করে নৌসেনা। জাহাজের নাবিক ও ক্রুদের উদ্ধার করা হয়।
সোমালি জলদস্যুদের হাতে অপহৃত মাল্টার পণ্যবাহী জাহাজ এমভি রুয়েনকে উদ্ধার করতে শুক্রবার থেকে চেষ্টা করছিল ভারতীয় নৌসেনা। প্রথমে ওই জাহাজটির পিছু ধাওয়া করে নৌসনার জাহাজ আইএনএস কলকাতা। পরে যোগ দেয় রণতরী আইএনএস সুভদ্রা। অবশেষে শনিবার জাহাজটিকে উদ্ধার করা হয়। ভারতীয় নৌসেনার জাহাজ এবং হেলিকপ্টার লক্ষ্য করে জলদস্যুরা গুলি চালাতে থাকে। প্রথমে নৌসেনার পক্ষ থেকে জলদস্যুদের সতর্কবার্তা পাঠিয়ে আত্মসমর্পণ করতে বলা হলেও জাহাজটি নিয়ে এগোতে থাকে জলদস্যুরা। পেছনে ধাওয়া করতে থাকে নৌসেনার আইএনএস কলকাতা। এরপরে নৌবাহিনীর মার্কোস কমান্ডোরা হেলিকপ্টার থেকে নামেন জলদস্যুদের কবলে থাকা জাহাজে।
অত্যাধুনিক অস্ত্রে সুসজ্জিত কম্যান্ডোদের দেখে ভয় পেয়ে যায় সোমালি জলদস্যুরা। কিছু করার নেই বুঝতে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। রুদ্ধশ্বাস অপারেশনের মাধ্যমে জাহাজ থেকে ১৭ জন ক্রু সদস্যকে উদ্ধার করার পাশাপাশি ৩৫ জন জলদস্যুকে গ্রেফতার করা হয়। গত কয়েক মাস ধরে এমন বেশ কয়েকটি অপারেশন চালিয়েছে ভারতীয় নৌসেনা। প্রতিটি ক্ষেত্রে সফল হয়েছে। বিশ্ব দেখছে ভারতীয় নৌসেনার বিক্রম। সোমালি জলদস্যুরা অসহায় হয়ে পড়ছে ভারতীয় নৌসেনার সামনে।
FREE ACCESS