মহারাষ্ট্রে সরকারি কাজে বাধ্যতামূলক মারাঠি ভাষা, নিয়মভঙ্গ হলে কঠোর শাস্তি
Marathi language mandatory for government work in Maharashtra, strict punishment for violation

Truth Of Bengal: মহারাষ্ট্রে মারাঠি ভাষার গুরুত্ব আরও বাড়াতে বড় পদক্ষেপ নিল দেবেন্দ্র ফড়ণবিসের সরকার। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি ও আধা-সরকারি অফিসে এখন থেকে মারাঠি ভাষা বাধ্যতামূলক করা হয়েছে। সব সরকারি কর্মীকেই মারাঠি ভাষায় কথা বলতে হবে। নিয়ম লঙ্ঘন করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহারাষ্ট্র সরকারের অধীনে থাকা কর্পোরেশন ও দফতরেও এই নিয়ম প্রযোজ্য হবে। যদি কোনো সরকারি কর্মী মারাঠি ভাষায় কথা না বলেন, তবে সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যাবে। এমনকি এই নিয়মভঙ্গ হলে সরকারি আইন লঙ্ঘনের মতোই কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
তবে এই নিয়ম শুধুমাত্র মহারাষ্ট্রের বাসিন্দাদের জন্যই বাধ্যতামূলক। অন্য রাজ্যের মানুষ কিংবা বিদেশিদের ক্ষেত্রে এই নিয়ম শিথিল থাকবে। কিন্তু রাজ্যের জনগণের সঙ্গে সমস্ত সরকারি যোগাযোগ, বিজ্ঞপ্তি ও নোটিশ মারাঠি ভাষায় প্রকাশ করতেই হবে।
মহারাষ্ট্রে মারাঠি ভাষা ও সংস্কৃতির গুরুত্ব নতুন কিছু নয়। বালাসাহেব ঠাকরের শিবসেনা বরাবরই এই মারাঠি অহংকারকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। তবে এখন শিবসেনা বিভক্ত হয়ে গেছে—একদিকে উদ্ধব ঠাকরে, অন্যদিকে একনাথ শিন্ডে। রাজ ঠাকরেও মারাঠি পরিচয়কে সামনে রেখে রাজনীতি করেছেন।
এবার দেবেন্দ্র ফড়ণবিসের নেতৃত্বে বিজেপি সরকারও মারাঠি ভাষার প্রসার ও মর্যাদা রক্ষায় বড় সিদ্ধান্ত নিল। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে।