দেশ
Trending

ছত্তিশগড়ে মাওবাদী-নিরাপত্তারক্ষীর গুলির লড়াই, মৃত ১ পুলিশকর্মী

Maoist-security gunfight in Chhattisgarh

The Truth Of Bengal : ছত্তিশগড়ে মাওবাদী-নিরাপত্তারক্ষীর গুলির লড়াই। মৃত্যু হয় এক পুলিশ কনস্টেবলের। গত জানুয়ারীতেও মাওবাদী হামলায় উত্তপ্ত হয়ে উঠেছিল ছত্তিশগড়। সেই সময় ৩ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল। সেই সংঘর্ষ হয়েছিল ছত্তিসগড়-মধ্যপ্রদেশ সীমান্তের কাছে টেকালগুদিয়াম গ্রামে। সেকানে মাওবাদীদের খোঁজে তল্লশি অভিযান চালাচ্ছিল পুলিশ। সেকানেই ওই গুলির ঘটনায় ৩ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হলেও আহতের সংখ্যা ছিল ১৪। তবে এবারের ঘটনাস্থল কানক জেলা।

পুলিশি এনকাউন্টার চলাকালীন সেই সংঘর্ষে রবিবার এক কনস্টেবল সহ মৃত্যু হয় এক মাওবাদীরও।  পুলিশ সূত্রে খবর, ছোটবেঠিয়া থানা এলাকার হিদুর গ্রামের কাছে থাকা জঙ্গলে মাওবাদী দমন করতে যৌথ বাহিনী অভিয়ানে নামে। গোপন সূত্রে খবরের ভিত্তিতেই পুলিশের এই অভিযান বলে খবর পাওয়া যায়। জানা যায়, হিদুরের জঙ্গলে পুলিশ ও আধা সামরিক বাহিনীর প্রবেশের পরই আচমকা বাহিনীর উপর পল্টা হামলা চালাতে শুরু করে মাওবাদী দল। দীর্ঘক্ষণ ধরে চলে দুপক্ষের মধ্যে গুলির লড়াই।

একটানা সংঘর্ষের মধ্যেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ছত্তিশগড়ের কমস্টেবল রমেশ কুরেঠির। তারপরই গভীর জঙ্গলে পালিয়ে যায় মাওবাদীরা। তখনই তল্লাশি অভিযান করে উদ্ধার হয় একজন মাওবাদীর মৃতদেহ। সেই মাওবাদীর কাছ থেকে উদ্ধার হয় একটি একে-৪৭ বন্দুক। এই মুহূর্তে গোটা এলাকায় বাড়তি বাহিনী মোতায়েন করে তল্লাশি অভিযানে নামে যৌথ বাহিনী। তবে একের পর এক ছত্তিশগড়ে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে জওয়ান ও পুলশ কর্মীদের মৃত্যুর জেরে রীতিমতো অস্বস্তিতে প্রশাসন।

 

FREE ACCESS

 

Related Articles