ফের পুণে! পাহাড়ের কোলে ভেঙে পড়ল যাত্রীবাহি হেলিকপ্টার, মৃত ৩
Many dead as helicopter crashes in Maharashtra Pune

Truth Of Bengal : ফের দুর্ঘটনাস্থল পুণে। ফের একবার তিন যাত্রী নিয়ে মহারাষ্ট্রের পুনের কাছে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। প্রাথমিক অনুমান, আবহাওয়া খারাপ থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। হয়তো ঘন কুয়াশায় দিকভ্রষ্ট হয়ে পড়েছিল যাত্রীবাহী ওই হেলিকপ্টারটি। ঘটনায় ব্যাপক আতঙ্কিত যাত্রীদের পরিবার।
স্থানীয় এক সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি বুধবার সকালে অক্সফোর্ড গলফ ক্লাবের হেলিপ্যাড থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে উড়েছিল। কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। হেলিকপ্টারটিতে ছিলেন দুজন ইঞ্জিনিয়ার, একজন পাইলট এবং তিনজন যাত্রী।
পুনের পিম্পরি চিঞ্চওয়াড়ের পুলিশ জানিয়েছেন, বুধবার সকালে মুম্বইগামী হেলিকপ্টারটি রওনা হয়েছিল। এরপর ৬:৪৫ মিনিট নাগাদ হঠাৎ একপাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই দুইজন মারা যান। তাদেরকে মৃত অবস্থায় ওই দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। এরপর গুরুতর আহত অবস্থায় হেলিকপ্টারের তৃতীয় যাত্রী উদ্ধার করা হয়। বহু প্রচেষ্টার পরেও তৃতীয় জনকে বাঁচানো যায়নি। দুর্ঘটনাস্থলে হেলিকপ্টারটিকে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ আধিকারিক কানহাইয়া থোরাত বলেন, ‘‘দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে।’’
প্রাথমিকভাবে জানা যায়, হেরিটেজ অ্যাভিয়েশন সংস্থা হল হেলিকপ্টারটির মালিক। ইতিমধ্যেইন মৃতদের শনাক্তকরণ করা সম্ভব হয়েছে। মৃতরা হলেন, পাইলট পরমজিৎ সিংহ, সহ পাইলট জিকে পি এবং ইঞ্জিনিয়ার প্রীতম ভরদ্বাজ। ঘটনাটি জানার পর ব্যাপক সরল পড়ে যায় সমাজ মাধ্যমে।