
The Truth of Bengal: মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরুর সময় শান্তির বার্তা দিয়েছিলেন রাহুল গান্ধী। রবিবারের রাহুল গান্ধীর দেওয়া সেই শান্তি বার্তার পরও ফের উত্তপ্ত হল মণিপুর। মণিপুরে মোরে এলাকায় আচমকাই হামলা চেলেয় জঙ্গিরা। সেই হামলাতেই মৃত্যু হয় ইন্ডিয়ান রিজার্ভ ব্যটেলিয়েনর এক কমান্ডোর। আহত হন আরও এক জওয়ান। রবিবার ভোর চারটে নাগাদ ঘটনাটি ঘটে।
তখন এমা কোনদং লাইরেম্বি দেবী মন্দিরের কাছে একটি অস্থায়ী ক্যাম্পে ঘুমোচ্ছিলেন আইআরবির জওয়ানরা। হামলা ঘটনা য়ঘটার পর জানা যায়, হামলার জন্য জঙ্গি ঘাঁটি তৈরি হয়েছিল চিকিম গ্রামের পাহাড়ে। দূর থেকে করা হয় গ্রেনেড হামলা। অস্থায়ী ওই ক্যম্পে ঘটে বিস্ফোরণ। তাতেই মৃত্যু হয় ওই কম্যান্ডোর। আহত হন আরও একজন।
জানা যায়, হামলা হওয়ার ২০ মিটার দূরে অসম রাইফেলসের ছাউনি বলেও খবর। সেই হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলা হয় বুলেটপ্রুফ গাড়ির মাধ্যমে। ভোর চারটের সময়ই শুধুমাত্র হামলা চালানোর ঘটনা ঘটানো হয়নি। তারপর ভোর ৫টাতেও ওই অস্থায়ী ক্যাম্পে হামলা হয়। পরের ঘটনাস্থল গ্রামের এসবিআই ব্যাঙ্ক ভবন। পরপর এই হামলার ঘটনার পরই এলাকা ঘিরে চলছে জঙ্গিদের খোঁজে পুলিশি তল্লাশি।