ফের অগ্নিগর্ভ মণিপুর! সিআরপিএফ ক্যাম্পে হামলা, নিহত ১১
Manipur on fire again! Attack on CRPF camp blamed on Kuki militants

Truth Of Bengal: আবারও উত্তাল মণিপুর। সিআরপিএফ ক্যাম্পে হামলার অভিযোগ কুকি জঙ্গিদের বিরুদ্ধে। চলে গুলির লড়াই। পাল্টা জবাব দেয় আধাসেনাও। দুপক্ষের সংঘর্ষে ১১ জন কুকি জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন এক সিআরপিএফ জওয়ান।
ঘটনাটি ঘটেছে বোরোবেকরা সাব ডিভিশনের জাকুরাদর কারং-এ। সেখানে হঠাৎই সিআরপিএফ-এর ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। সংঘর্ষের শুরুতেই আহত হন দুজন সিআরপিএফ জওয়ান। সূত্রের খবর, মৃত জঙ্গিদের দেহ বোরোবেকরা থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চলছে এই ঘটনার তদন্ত। এই ঘটনার জেরে কারফিউ জারি করা হয়েছে গোটা এলাকাজুড়ে।
এর আগেও বহুবার উত্তপ্ত হয়ে উঠেছে বোরোবেকরা। এদিন সকালে একের পর এক দোকান জ্বালিয়ে দেয় জঙ্গিরা। তারপরেই শুরু হয় গুলির লড়াই।
হিংসা কমার কোনও লক্ষণ নেই মণিপুরে. বেড়ে চলেছে নারী নির্যাতনের ঘটনাও। গত দুদিনে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা প্রকাশ্যে এসেছে। এক মহিলাকে ধর্ষণ করে খুন এবং আরেক মহিলাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। দুটো ঘটনাতেই একে অপরকে কাঠগড়ায় তুলেছে কুকি ও মেইতেই গোষ্ঠী।