মণিপুরে যৌথ অভিযানে বড়সড় সাফল্য, উদ্ধার বিপুল অস্ত্র-গোলাবারুদ
Manipur joint operation achieves huge cache of arms and ammunition

Truth of Bengal: গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মণিপুরে বড়সড় অভিযান চালিয়েছে সেনা, অসম রাইফেলস এবং অন্যান্য বাহিনী। এই যৌথ অভিযানে মণিপুর পুলিশ, সিআরপিএফ, বিএসএফ ও আইটিবিপিও সহায়তা করে।
গত ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত চূড়াচাঁদপুর, পশ্চিম ইম্ফল, কাংকোপি, পূর্ব ইম্ফল এবং বিষ্ণুপুর জেলায় চলে এই তল্লাশি অভিযান। অভিযানে উদ্ধার হয়েছে ২৪টি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, গ্রেনেড ও প্রচুর গোলাবারুদ। উদ্ধার হওয়া সমস্ত অস্ত্র মণিপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
৩০ মার্চ, বিষ্ণুপুর জেলার থাংজিং পাহাড়ে সেনা ও মণিপুর পুলিশের যৌথ অভিযানে পাওয়া যায় ৬টি আগ্নেয়াস্ত্র। এর মধ্যে রয়েছে ২টি অ্যাকশন রাইফেল, ১টি পিস্তল ও ৩টি দেশীয় বন্দুক। সঙ্গে উদ্ধার হয় প্রচুর গুলি।
৩১ মার্চ, চূড়াচাঁদপুরের কাপরাং এলাকায় আবার অভিযানে মেলে ২.৩ কেজির দুটি বিস্ফোরক ও গোলাবারুদ। তাৎক্ষণিকভাবে এলাকা ঘিরে ফেলে সেগুলি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।
১ এপ্রিল, পশ্চিম ইম্ফলের সাজিরকে অভিযান চালিয়ে উদ্ধার হয় ৭.৬২ মিমি একটি স্বয়ংক্রিয় রাইফেল, একটি সিঙ্গল বোর রাইফেল ও তিনটি পিস্তল।
এরপর ৩ এপ্রিল কাংকোপির এস মংপি রিজ এলাকায় অসম রাইফেলস ও মণিপুর পুলিশ যৌথভাবে উদ্ধার করে আরও পাঁচটি অস্ত্র। একই দিনে পূর্ব ইম্ফলেও উদ্ধার হয় আটটি আগ্নেয়াস্ত্র, যার মধ্যে ছিল একটি ১২ বোর রাইফেল ও সাতটি মর্টার।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান আগামী দিনেও চালিয়ে যাওয়া হবে রাজ্যে শান্তি বজায় রাখার লক্ষ্যে।