দেশ

ফের অগ্নিগর্ভ মণিপুর, এলোপাথাড়ি চলল গুলি

Manipur is on fire again, shooting is going on

The Truth of Bengal: মণিপুরের ইম্ফল পশ্চিম জেলার একদল বন্দুকবাজ বেপরোয়া বন্দুকধারীরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তাদের লক্ষ্য ছিল বাড়ি এবং গ্রামবাসীরা। গোষ্ঠী সংঘর্ষের জেরেই এই ঘটনা, দু’পক্ষের মধ্যে বেঁধে যায় তুমুল গুলির লড়াই। কিছু বুলেট দেওয়াল ভেদ করে ঘরে ঢুকে যায়। এমন অবস্থায় বেগতিক বুঝে প্রবীণ মানুষ ও মহিলাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। হিংসা দীর্ণ মণিপুরে উস্কে ওঠে কয়েকমাস আগেকার দুঃসহ স্মৃতি। জানা গেছে,স্থানীয় পর্যায়ে তৈরি মর্টার শেল যা পাম্পি নামে পরিচিত,সেই মর্টার শেল ফাটানো হয়।

যাতে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়।বলা যায়,৩মে কুকিও মেইতেয়ি জাতি হিংসায় অগ্নিগর্ভ হয়ে ওঠে মণিপুর। ২০০জনের বেশি মানুষ সেই জাতি হিংসার বলি হয়। এছাড়াও এক হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে জাতি বিদ্বেষের জন্য গোষ্ঠী সংঘর্ষের জেরে। আবার সেই মণিপুরে হিংসা মাথা তোলায় ডবল ইঞ্জিনের সরকার এবার কঠোর পদক্ষেপ করুক চায় সেখানকার নাগরিকরা। বিজেপি সরকার কেন এই হিংসা রুখতে ব্যর্থ,সেই প্রশ্নও তুলছে অনেকে। বহিরাগত বাহিনীকে কড়া জবাব দেন স্বেচ্ছাসেবীরা।

Related Articles