দেশ

ভুল করে ক্যাবচালকের অ্যাকাউন্টে গেল ৯ হাজার কোটি টাকা, পদত্যাগ করলেন ব্যাঙ্কের সিইও

মেসেজ দেখতে গিয়েই ক্যাবচালকের চক্ষুচড়কগাছ

The Truth of Bengal: এক ক্যাবচালক যাত্রীকে নিয়ে যাচ্ছিলেন নির্দিষ্ট গন্তব্যে, আচমকাই তাঁর মোবাইলে একটি মেসেজ ঢোকে। একঝলকে মেসেজটি দেখে সন্দেহ হয়। পুরোটা মেসেজ দেখতে গিয়েই চক্ষুচড়কগাছ। তাঁর অ্যাকাউন্টে ঢুকেছে ৯ হাজার কোটি টাকা। তার ঠিক একদিন পরেই ব্যাঙ্কের সিইও এবং এমডি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন।

২০২২ সালে তামিলনাড মার্কেন্টাইল ব্যাঙ্কের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব নেন এস কৃষ্ণণ। বৃহস্পতিবারই তিনি ব্যাঙ্কের নজিরবিহীন ঘটনার পরেই পদত্যাগ করেন। ব্যাঙ্কের বোর্ডের অন্যান্য ডিরেক্টরেরা পদত্যাগপত্র গ্রহণ করেন এবং তা রিজার্ভ ব্যাঙ্কে পাঠিয়ে দেন। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আরবিআই থেকে পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত কৃষ্ণণই পরামর্শদাতা হিসেবে থাকবেন।

এদিকে ক্যাব ড্রাইভার রাজকুমার জানিয়েছেন, তাঁর অ্যাকাউন্টে ৯ হাজার কোটি টাকা আসার পর ভেবেছিলেন এটি কোনও প্রতারণাচক্রের পাল্লায় পড়েছেন। তিনি বিষয়টি যাচাই করার জন্য ২১ হাজার টাকা এক বন্ধুর অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন। যদিও আধ ঘণ্টার মধ্যে বাকি টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

এমন ভুল করে বিপুল পরিমাণ অর্থ চলে যাওয়ার ঘটনা এই প্রথম নয়, তুলনায় কম মূল্যের হলেও নজির রয়েছে। এমন ক্ষেত্রে আগে আয়কর বিভাগ টাকার উৎসের নোটিস পাঠাতো। কিন্তু বর্তমানে পাঠায় না, কারণ সিস্টেম জানিয়ে দেয়, এটি প্রযুক্তিগত ত্রুটি বা ভুলের কারণেই এমন ধরণের ঘটনা ঘটে থাকে।