মহারাষ্ট্রে গর্ভবতী বান্ধবিকে খুন করে পুড়িয়ে দিল দেহ, গ্রেফতার হত্যাকারী
Man kills pregnant girlfriend in Maharashtra, burns her body; killer arrested

Truth Of Bengal: গর্ভবতী বান্ধবীকে হত্যা করে অর্ধনগ্ন দেহ পুড়িয়ে ফেলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলায়। বুধবার পুলিশের তরফ থেকে জানান হয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে তদন্ত-সাপেক্ষে আদালত থেকে হাজতে পাঠানো হয়েছে। তবে ইতিমধ্যে নিজের স্বীকার করে নিয়েছে অভিযুক্ত।
অভিযুক্তের নাম শাকিল মুস্তফা সিদ্দিকী, বয়স ৩৮। নিহত মহিলার পরিচয় জানা যায়নি। অভিযোগ উঠেছে, অভিযুক্ত শাকিল প্রথমে তার ১৮ বছর বয়সী বান্ধবীকে শ্বাসরোধ করে হত্যা করে, তারপর নিকটবর্তী বনাঞ্চলের একটি নির্জন স্থানে তার দেহে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, কিছুদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কিন্তু শাকিল তার ওই বান্ধবীকে গর্ভবতী হওয়ার পর থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু শাকিলের বান্ধবী তার সঙ্গে থাকতে চেয়েছিল। তার জেরেই এই খুন বলে অনুমান করা হচ্ছে।
মহিলার দেহ পাওয়ার কথা জানতে পেরে থানার ইনচার্জ অজয় ভুসারী এবং তার দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা ঘটনাস্থল থেকে একটি অর্ধনগ্ন দেহ পড়া দেহ উদ্ধার করে। পুলিশ তদন্ত শুরু করার কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্ত শাকিলকে খুঁজে বের করে। তারা তাকে আদালতে হাজির করে। এরপর আদালত অভিযুক্তকে পুলিশ রিমান্ডে দেয়।
এই মামলার তদন্তভার স্থানীয় অপরাধ শাখা এবং গোরেগাঁও পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে, অজ্ঞাত মেয়েটিকে শনাক্ত করতে ও তার হত্যার রহস্য উদঘাটনের জন্য বিভিন্ন দল গঠন করা হয়েছিল। পুলিশ পরিদর্শক অজয় ভুসারি জানিয়েছেন, তদন্তে অভিযুক্ত তার অপরাধ স্বীকার করেছে।
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হলে, সে স্বীকার করে যে সে মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করে তার দেহ পুড়িয়ে দিয়েছে। সে বলেছে যে মেয়েটি সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল এবং মেয়েটি গর্ভবতীও হয়ে গিয়েছিল। এবং যেহেতু মেয়েটি তার সঙ্গে থাকতে চেয়েছিল, তাই তার থেকে পিছু ছাড়াতে এমনটা করেছে।
সিনিয়র পুলিশ কর্মকর্তা আরও জানান, ১০ ফেব্রুয়ারি শাকিল মেয়েটিকে দেবুতোলার মাঠে ডেকে নিয়ে যায়। প্রথমে তাঁর ওরনা দিয়ে তাঁকে শ্বাসরোধ করে খুন করে। পরে তার দেহটি একটি চাদর এবং খড় দিয়ে ঢেকে দেয় এবং প্রমাণ নষ্ট করার জন্য দেহ পুড়িয়ে দেয়।