দেশ

মণিপুরে পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ মমতার

Mamata's tweet on the Manipur incident

The Truth of Bengal: মণিপুর ফের উত্তাল হয়েছে মেইতেই জনগোষ্ঠীর দুই পড়ুয়াকে অপহরণ করে নৃশংসভাবে খুনের ঘটনার পর। পরিস্থিতি মোকাবিলায় মণিপুরে ইন্টারনেট পরিষেবার ওপর বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। মণিপুরে দুই তরুণ পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মৃত দুই পড়ুয়ার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।মমতা এক্স হ্যান্ডেলে লিখেছেন, মণিপুরে যে পরিস্থিতি উদ্ভুত হয়েছে, তা হতাশাজনক।

ইম্ফলের শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভের ওপর বলপ্রয়োগেরও সমালোচনা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে নিয়ে মণিপুরের সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে আবেদন জানিয়েছেন।গত কয়েকমাস ধরেই বিজেপিশাসিত মণিপুর অশান্ত। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিজেপির ডবল ইঞ্জিনের তত্ত্ব মণিপুরে কোনওভাবেই খাটল না। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এর কী জবাব দেবে এনডিএ সরকার, সেটাই এখন দেখার। তবে কেন্দ্রীয় সরকার দাবি করছে, বহিরাগতরাই মণিপুরে অশান্তি পাকানোর জন্যে দায়ী।

 

মণিপুর সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, কুকি অধ্যুষিত পাহাড়ি এলাকাগুলিতে আগামী ৬ মাসের জন্যে বলবত করা হয়েছে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফস্পা। প্রসঙ্গত, মেইতেই জনগোষ্ঠীর যে দুই পডুয়া খুন হয়েছেন, গত ৬ জুলাই থেকে নিখোঁজ ছিলেন তাঁরা। এরপর সম্প্রতি ওই দুই পড়ুয়ার মৃতদেহ মিলেছে। এই খুনের ঘটনায় কুকিরা দায়ী বলে অভিযোগ।

Free Access

Related Articles