দেশ

বিমানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে ত্রুটি, সাময়িকভাবে অসুস্থ বিমানের অধিকাংশ যাত্রী

Mumbai-Mauritius Flight

The Truth of Bengal: মুম্বাই বিমানবন্দর থেকে শনিবার ভোর সাড়ে ৪ টে নাগাদ ছাড়ার কথা ছিল মরিশাস গামী বিমানের। কিন্তু যাত্রীরা বিমানে ওঠা মাত্রই দেখা গেল যান্ত্রিক গোলযোগ। কাজ করছে না শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র। এই ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পরে যাত্রীদের মধ্যে। বিমানে ওঠার পরই অসুস্থ হয়ে পরে বিমানে থাকা একাধিক শিশু ও ৭৮ বছর বয়সী বৃদ্ধা। শ্বাসকষ্ট জনিত সমস্যার দেখা দেয় যাত্রীদের মধ্যে।

বিমানের জানালা দরোজা চারিদিক বন্ধ অবস্থায় প্রায় ৫ ঘণ্টা এই ভাবে বিমানের মধ্যে আটকে থাকে বিমান যাত্রীরা। মুম্বই বিমানবন্দর থেকে মরিশাসের উদ্দেশ্যে ভোর সাড়ে ৪ টে নাগাদ রওনা দেওয়ার কথা ছিল এয়ার মরিশাস বিমান সংস্থার এমকে ৭৪৯ বিমান। ওই বিমানের দরোজা যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছিল ৩ টে ৪৫ মিনিটে। হঠাৎই বিমান ছাড়ার কিছুক্ষণ আগে থেকে ইঞ্জিনে দেখা যায় যান্ত্রিক ত্রুটি।

বিমানের শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র গুলি আচমকাই বন্ধ হয়ে পরে। চারিদিক বদ্ধ পরিবেশে অসুস্থি বোধ করে বিমান যাত্রীরা। পরে ৫ ঘণ্টা পর যাত্রীদের বিমান থেকে নামানো হয়। তারপরেই যাত্রীরা সুস্থ এবং স্বাভাবিক হয়। এই ধরনের ঘটনা কাঠগড়ায় তুলেছে বিমান পরিষেবাকে। যাত্রীরাও অসন্তুষ্ট হন । শারীরিক অসুস্থতা সত্ত্বেও তাদের এইভাবে পাঁচ ঘণ্টা ধরে আটকে রাখার ফলে ক্ষোভে ফেটে পড়েন বিমান যাত্রীরাও। পরে বিমান সংস্থার তরফ থেকে মরিশাস যাওয়ার জন্য যাত্রীদের জন্য দেওয়া হয় অন্য বিমান।

Related Articles