দেশ

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা! ঝাঝা-আসানসোল মেমুতে ট্রাকের ধাক্কা

major train accident Avoided truck hits jhajha asansol memu

Truth Of Bengal: দেওঘর: ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা! মধুপুর-জাসিডিহ রেল সেকশনে জাসিডিহ থানার রোহিনী নবদিহ রেলগেটের কাছে মঙ্গলবার বিকেলে একটি বড় ট্রেন দুর্ঘটনা এড়ানো গেল। জানা যায়, রেলগেট খোলা থাকায় একটি অনিয়ন্ত্রিত ট্রাক তীব্র গতিতে ঝাঝা-আসানসোল মেমুতে ধাক্কা মারে। এ কারণে ট্রাকটির ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পর ওই রেল সেকশনের এক লাইনে ট্রেন চলাচল আপাতত ব্যাহত হয়েছে। রেললাইন থেকে ক্ষতিগ্রস্ত ট্রাক সরানোর কাজ চলছে।

ঝাঝা-আসানসোল মেমুতেও একই জায়গায় দাঁড়িয়ে আছে। রেলপথ থেকে ক্ষতিগ্রস্ত ধ্বংসাবশেষ সরানোর পর রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। আপাতত এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

এ ঘটনায় রেলগেটের গেটম্যানের গাফিলতি প্রকাশ্যে এসেছে, যার কারণে ট্রেনের সিগন্যাল থাকার পরও রেলগেট খোলা থাকায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেল, আরপিএফ এবং স্থানীয় পুলিশ।

Related Articles