রামমন্দিরে হামলার হুমকি দিয়ে মেল! তদন্তের নির্দেশ দিল যোগী সরকার
Mail threatens to attack Ram temple! Yogi government orders investigation

Truth Of Bengal: অযোধ্যার রামমন্দিরে হামলার হুমকি দিয়ে একটি ইমেল পাঠানো হয়েছে শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ইমেল আইডিতে। এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ইমেলটি এসেছে তামিলনাড়ু থেকে। সোমবার ভোরে সেই হুমকি বার্তা পাঠানো হয়। এরপর থেকেই রামমন্দির এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত মন্দির কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
রামলালার নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই বাহিনী গঠিত হয়েছে এনএসজি-র তত্ত্বাবধানে। এনএসজি কমান্ডোদের মতোই তাঁদের পোশাক, অস্ত্র ও প্রশিক্ষণ রয়েছে। হরিয়ানার মানেসরে তাঁরা বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন।
এই বাহিনীতে রয়েছে ২০০ জন বিশেষভাবে প্রশিক্ষিত অফিসার ও জওয়ান। তাঁদের ‘আরবান ওয়ারফেয়ার’, তল্লাশি এবং জঙ্গি হামলার পরিস্থিতিতে কাজ করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২০০৫ সালের ৫ জুলাই অযোধ্যায় লশকর-ই-ত্যায়বা সংগঠনের জঙ্গিরা আত্মঘাতী হামলা চালিয়েছিল। সেই ঘটনার কথা মাথায় রেখেই রামমন্দিরের নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না প্রশাসন। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও প্রশাসনের নজরদারি রয়েছে সর্বোচ্চ স্তরে। হুমকি কতটা বাস্তব তা খতিয়ে দেখা হচ্ছে।