দেশ

৫০ ফুট গভীর কুয়োয় পড়ে একরত্তি শিশু, মধ্যপ্রদেশের রেওয়া চলছে উদ্ধারকাজ

Madhya Pradesh Borewell INCI 

The Truth of Bengla: খেলা করতে করতে গভীর কুয়োয় পড়ে গেল ছোট্ট এক খুদে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। ৬ বছরের এক শিশু খেলতে খেলতে পড়ে যায় ৫০ ফুট গভীর এক কুয়োতে। ঘটনার টের পেতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। শিশু কে উদ্ধার করতে মধ্যপ্রদেশের রেওয়া জেলার প্রশাসনের তরফে নেওয়া হয়েছে ব্যবস্থা। ঘটনাস্থলে পৌঁছে অতো গভীর কুয়ো থেকে একরত্তি শিশুকে বের করে আনার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল।

শুক্রবার ঘটে এই বিপত্তি। তার পর থেকেই স্থানীয় প্রশাসন সকলে মিলে কুয়ো থেকে এই শিশুকে বের করে আনার চেষ্টা চালাচ্ছে। এখনও পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী ওই শিশুকে এখনও নিরাপদ স্থানে নিয়ে আসা সম্ভব হয়নি। তবে যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে নিরাপদে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারি দল। শিশু কে কুয়ো থেকে বের করতে নিয়ে আসা হয়েছে দুটি বড় বড় ক্রেন।

এছাড়াও বারাণসী থেকে আনানো হয়েছে বিশেষ উদ্ধারকারী দলকে। কুয়োর ভিতরে শিশুটি কোথায় আছে সেই বিষয়ে জানার পর একটি সমান্তরাল গর্ত খোঁড়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। ৬ বছরের ওই একরত্তি শিশু যাতে ঠিক মত নিশ্বাস প্রশ্বাস নিতে পারে এবং খাবার ঠিক মত খেতে পারে, সেই বিষয়েও নজর রাখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে।

Related Articles