দেশমসনদের লড়াই

Lok Sabha Election 2024 : দ্বিতীয় দফায় দেশের ৮৮ কেন্দ্রে ভোট, ৬১ শতাংশের কাছে ভোট পড়ল

Lok Sabha Election 2024: In the second phase of voting in 88 centers of the country, 61 percent voted.

The Truth Of Bengal : শুক্রবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলে দেশজুড়ে। দেশের মোট ৮৮টি আসনের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করেন ভোটাররা। পশ্চিমবঙ্গের তিন আসন দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে চলে ভোটগ্রহণ। সকালের দিকে ভোটগ্রহণের হার একটু ঢিমেতালে চললেও বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে ভোটের হার। ভোটের হারে সব থেকে এগিয়ে ত্রিপুরা। বিকেল পর্যন্ত সব থেকে কম ভোট পড়ে মহারাষ্ট্রে। বাংলার তিন কেন্দ্রে ভোট পড়ার হার সন্তোষজনক।

এদিন ভোটগ্রহণ শুরু হতেই ইভিএম বিকল হওয়ার ঘটনা ঘটতে থাকে একাধিক জায়গায়। মধ্যপ্রদেশের চিত্রকূটে ভাঙে ইভিএম। মধ্যপ্রদেশেরই সাতনা লোকসভার নগৌড়ের ৯৯ নম্বর ভোটকেন্দ্রে ইভিএম মেশিন বিকল হয়ে যায়। চিত্রকূট ৭৩ নম্বর ভোট কেন্দ্রের ইভিএম-ও ভেঙে যায়। ইভিএম বদলে পরে সেখানে ভোট নেওয়া হয়। উত্তরপ্রদেশের আমরোহায় একটি বুথে ভোট বয়কট করেন এলাকার মানুষ। বাগপতে একটি ইভিএম ভেঙে যায়। যার জন্য আধ ঘণ্টা দেরিতে ভোটগ্রহণ শুরু হয়।

দ্বিতীয় দফায় কেরলের ২০টি আসনেই ভোটগ্রহণ হয়। কর্নাটকের ১৪টি আসন, রাজস্থানের ১৩ আসন, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের ৮টি করে আসনে ভোটগ্রহণ হয়। পাশাপাশি মধ্যপ্রদেশের ৭টি আসন, অসম ও বিহারের ৫টি করে আসন, বাংলা ও ছত্তিসগঢ়ের ৩টি করে আসনে ভোট হয়। জম্মু-কাশ্মীর, মণিপুর ও ত্রিপুরাতেও ১টি করে আসনে ভোট হয়। দ্বিতীয় দফায় তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি, শশী থারুর, কেসি বেণুগোপাল, ভূপেশ বাঘেল, অশোক গেহলটের ছেলে বৈভব গেহলট। অন্যদিকে, বিজেপির প্রার্থীদের মধ্যে আছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর, হেমা মালিনী, অরুণ গোভিল, তেজস্বী সূর্য ও ওম বিড়লা। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া দ্বিতীয় দফার ভোট মোটামুটি শান্তিতে শেষ হয়।

 

 

 

Related Articles