প্রিন্সের মতোই কঠিন জীবনযুদ্ধের মুখে চেতনা, ৪০ ঘন্টা পরেও উদ্ধার হয়নি ৩ বছরের শিশুকন্যা
Like Prince, 3-year-old girl still not rescued after 40 hours in battle for life

Truth Of Bengal: ২০২২-এর ডিসেম্বরের মধ্যপ্রদেশের প্রিন্সের স্মৃতি উস্কে দিল রাজস্থানের এই ঘটনা। ঠিক ২বছর আগে খেলতে গিয়ে গভীর কূপে পড়ে যায় নাবালক। দুদিন পর ৬০ফুট গভীর কূপ থেকে উদ্ধার করা হয় প্রিন্সকে। একই ভাবে রাজস্থানের চেতনাও সুস্থভাবে মৃত্যুমুখ থেকে ফিরে আসুক চায় সারা দেশ। বুধবার সকালে ফার্মে খেলতে গিয়ে ৭০০ফুট পাতকুয়ায় পড়ে যায় চেতনা।
শিশুকন্যার এই বিপদের গর্তের মধ্যে পড়ে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন পরিবার-পরিজন। তাকে উদ্ধার করে আনার জন্য এসডিআরএফও এনডিআরএফের তত্পরতা বেড়েছে। ৪০ ঘন্টা পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা যায়নি। এই ঘটনায় কোটপুটলি বেহরর জেলায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। মূলত কুয়ার পরিধি স্বল্প হওয়ায় তাকে উদ্ধার করায় অসুবিধা হচ্ছে। উদ্ধারের জন্য হুক কৌশল ব্যবহার করা হচ্ছে। তার সাহায্যেই শিশুটিকে বের করে আনা বলে আশা করা হচ্ছে। যদি এখনও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এখনও শিশুটি ভেতরে আটকে রয়েছে। জানা গিয়েছে, কুয়োটি ৭০০ ফুট গভীর। তার মধ্যে ১৫০ ফুটে গিয়ে আটকে রয়েছে শিশুটি। জয়পুর গ্রামীণ কেন্দ্রের সাংসদ রাও রাজেন্দ্র সিং, পুলিশ সুপার রাজন দুশ্যন্ত, প্রশাসনিক কর্তা রামধন গুর্জর, সিএমএইচও ডক্টর আশিস সিং শেখাওয়াত, বিসিএমও ডক্টর পুরান চাঁদ গুর্জার, পৌরসভার কমিশনার ধরমপাল জাট ঘটনাস্থলে যান।পুলিশ সূত্রে খবর, দীর্ঘ ক্ষণ পেরিয়ে গেলেও শিশুটি উদ্ধার না হওয়ায় আশঙ্কা বাড়ছে। কিছুদিন আগেই রাজস্থানের দৌসায় একটি কুয়োতে পড়ে গিয়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছিল।
তাই শিশুটিকে উদ্ধার করার জন্য এনডিআরএফ-এসডিআরএফের টিম যুদ্ধকালীন তত্পরতা শুরু করেছে। জানা গেছে, বাবার ফার্মে খেলতে গিয়ে পড়ে যায় চঞ্চল মেয়েটি। সুস্থ অবস্থায় ফিরে আসুক চেতনা এই প্রার্থনাই করছে রাজস্থানের মানুষ,প্রার্থনা সারা দেশের মানুষের।