দেশ

সঙ্কটে বাম-কংগ্রেস জট, পুরুলিয়ায় প্রার্থী ঘোষণায় অধীরের ওপর রুষ্ট ফরওয়ার্ড ব্লক

Left-Congress entanglement in crisis, Forward Bloc angry at Adhir in Purulia candidate announcement

The Truth Of Bengal: বাংলায় চব্বিশের লোকসভা নির্বাচনে সিপিএম সহ বামেরা কংগ্রেসের হাত ধরায় দলের কর্মীদের একাংশ ক্ষুব্ধ। যদিও এখনও সার্বিক সমঝোতার ছবিটা স্পষ্ট নয়। তারা নীতিগতভাবে সেই জোটকে মেনে নিতে পারছে না।বাড়ছে দুই শিবিরের জোট ঘিরে জট।

রাজনীতির জটিল অঙ্কে নতুন অধ্যায় তৈরি করেছে পুরুলিয়া।বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ঘোষণা করে দেন, পুরুলিয়ায়  প্রার্থী হিসেবে  নেপাল মাহাতোকে দাঁড় করাতে চায় কংগ্রেস। সেই ঘোষণায় বেজায় ক্ষুব্ধ শরিক ফরওয়ার্ড ব্লক।ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়ের তোপ,পুরুলিয়ায় ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেবে।

কংগ্রেস বামফ্রন্টের কোনও দল নয়। তাঁরা যে স্বতন্ত্র লড়াই করবে সেকথা স্পষ্ট করে দিয়েছেন  নরেন চট্টোপাধ্যায়।নরেনের এই হুঙ্কারে পুরুলিয়ার প্রার্থী নিয়ে জট পাকার আশঙ্কা তৈরি হয়েছে।সিপিএম কিভাবে কংগ্রেসের হাত ধরার সঙ্গে সঙ্গে শরিককে বাগে রাখে তা দেখার বিষয়। কারণ কংগ্রেস সম্পর্কে আগেও ফরওয়ার্ড ব্লক আপত্তি তোলে।কিন্তু এই রাজ্যে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে একসময়ের প্রতিপক্ষ কংগ্রেসকেই বামেরা বন্ধু মনে করছে বলে ওয়াকিবহাল মহলের অভিমত।

Related Articles