দেশ

স্বামী, ৬ সন্তান রেখে ভিখারির সঙ্গে পালালেন বধূ!

leaving husband and 6 children, the woman ran away with a beggar!

Truth Of Bengal: স্বামী রয়েছে। রয়েছে ছয় সন্তানও। তারপরেও ভিখারির সঙ্গে পালালেন বধূ! হ্যাঁ, ঠিকই শুনছেন। উত্তরপ্রদেশের হারদই জেলার ঘটনায় অবাক হচ্ছেন অনেকই। ওই ভিখারির বিরুদ্ধে স্ত্রীকে অপহরণের অভিযোগ দায়ের করেছেন মহিলার স্বামী রাজু।

জানা যায়, উত্তরপ্রদেশের হারদই-এর হরপালপুরে স্বামী রাজু ও ছয় সন্তানের সঙ্গে থাকতেন রাজেশ্বরী। ওই এলাকায় মাঝেমধ্যেই আসতেন নানহে পণ্ডিত নামে এক ভিখারি। রাজেশ্বরীর সঙ্গে কথাও হত তাঁর। শুধু তাই নয়। ফোনেও কথা হত দুজনের। তবে, এতকিছু কখনওই চোখে পড়েনি রাজুর।

গত ২ জানুয়ারি দুপুর ২ টো নাগাদ রাজেশ্বরী তাঁর মেয়ে খুশবুকে বলেন তিনি বাজারে যাচ্ছেন। এরপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও ফেরেননি তিনি। এরপর তাঁর খোঁজে তল্লাশি শুরু করেন রাজু। তাঁর অনুমান, নানহে পণ্ডিতই নিয়ে গেছে তাঁর স্ত্রীকে।

ভারতীয় ন্যায় সংহিতার ৮৭ সেকশনে দায়ের হচ্ছে এফআইআর। তবে, ঠিক কী ঘটেছে, সত্যি কি ভিখারির সঙ্গে পালিয়েছেন রাজেশ্বরী নাকি নেপথ্যে অন্যকিছু রয়েছে, খতিয়ে দেখছে পুলিশ। নানহে এবং রাজেশ্বরীর খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি।

Related Articles