বিহারের পূর্ণিয়ায় গভীর রাতে এনকাউন্টার, নিহত ওয়ান্টেড ডাকাত বাবর
Late night encounter in Bihar's Purnia, wanted dacoit Babar killed

Truth Of Bengal, Barsa Sahoo : বিহারের মোস্ট ওয়ান্টেড ডাকাত বাবর রবিবার রাতে পূর্ণিয়ায় এনকাউন্টারে নিহত হয়েছে। রবিবার আনুমানিক রাত ২ টো নাগাদ পূর্ণিয়ার আমৌরে পুলিশ ও এসটিএফ দলের গুলিতে তিনি নিহত হন। তাকে যে হত্যা করতে পারবে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছিল। আমৌড় থানা থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে রাজ্য সড়কের কাছে একটি ধানক্ষেতে বাবরকে হত্যা করে ওই দলটি।
বাবর দীর্ঘদিন ধরে ওয়ান্টেডের তালিকায় ছিল বলে জানা গেছে। কিষাণগঞ্জ জেলার বাবর পূর্ণিয়া, কিষাণগঞ্জ, কাটিহার সহ বাংলায় ত্রাস ছড়িয়েছিল। বাবর ওরফে আদিলের বিরুদ্ধে বিহার ও বাংলার অনেক জেলায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। পূর্ণিয়া, কাটিহার, কিষাণগঞ্জ ছাড়াও বাংলা ও উত্তরপ্রদেশে ২৪ টিরও বেশি ডাকাতির ঘটনা বাবর ঘটিয়েছিল।
জানা যায়, রবিবার গভীর রাতে বাবর মাঠে বসে ডাকাতির পরিকল্পনা করছিলেন। পুলিশ ও এসটিএফ গোপন সূত্রে খবর পায়। এর পরে, একটি অবরোধ চালানো হয়। তারপরে পূর্ণিয়া পুলিশ এবং এসটিএফের যৌথ অভিযানে, বাবরকে গুলি করে হত্যা করা হয়। গভীর রাতে খবর পাওয়া মাত্রই পূর্ণিয়ার এসপি কার্তিকেয় শর্মা নিজে পৌঁছে যান আমৌরে। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পূর্ণিয়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।