
Truth Of Bengal: সঙ্গীত জগতের নক্ষত্রপতন। প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। বাংলা সঙ্গীত জগতের সবচেয়ে বিখ্যাত একজন গায়ক ছিলেন তিনি। সেই নক্ষত্র আজ ৮৩ বছর বয়সে মারা গেলেন। দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন তিনি। ভর্তি ছিলেন এস এস কে এম হাসপাতালে। ভর্তি থাকা অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী তার সাথে দেখা করেও এসেছিলেন।
১৯৪২ সালে অধুনা বাংলাদেশের বরিশালে জন্ম প্রতুল মুখোপাধ্যায়ের। বাবা ছিলেন সরকারি স্কুলের শিক্ষক। ছোট থেকেই নিজের লেখা এবং সুরে গান গাইতেন তিনি। বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তি ছিলেন তিনি। তার জন্ম হয়েছিল পূর্ববঙ্গে। এরপর তিনি এপার বাংলায় চলে এসেছিলেন। সঙ্গীত জগতে তার নাম সবচেয়ে বেশী জনপ্রিয় ছিল। তিনি তার কর্মজীবনে বহু গান গেয়েছেন। তার মধ্যে ‘আমি বাংলার গান গাই’ বহুল চর্চিত। যা প্রতি মানুষের মুখে মুখে ঘুরে বেরায়। পাশাপাশি, ‘ডিঙা ভাসাও সাগরে’ও অন্যতম বিখ্যাত। ‘গোঁসাইবাগানের ভূত’ ছবিতে নেপথ্য শিল্পী হিসেবেও কাজ করেন।