দেশ
Trending

সিকিমে ভূমিধসে ব্যাহত যান চলাচল, আটকে অন্তত দেড় হাজার পর্যটক

Landslides in Sikkim disrupt traffic, at least one and a half thousand tourists are stuck

The Truth Of Bengal: বর্ষার শুরুতে আবার ভূমিধস সিকিমে। ভূমিধসের জেরে ব্যাহত হচ্ছে গাড়ি চলাচল।তাতে আটকে পড়েছেন কমপক্ষে দেড় হাজার পর্যটক।একাধিক জায়গায় রাস্তা ভেঙে চুরমার হওয়ায়  শনিবার রাত থেকেই চুংথাং ও লাচুংয়ে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিকিম প্রশাসন।

তাসি ভিউপয়েন্ট দিয়ে যাওয়ার গ্যাংটক-মানগাঁও সড়কও অবরুদ্ধ হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফের নোটিস জারি না করা পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।ভূমিধসের মাঝে আবহাওয়ার কোনও উন্নতির ছবি দেখা যাচ্ছে না। এদিকে উত্তরেও সমানে চোখ রাঙাতে শুরু করেছে মৌসুমী বায়ু। রবিবার সিকিম এবং উত্তরের পাহাড়-সমতলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত  ও ঝড়ের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

শনিবার বিকেল থেকে পাহাড়ি কন্যার জলস্তর বেড়েছে গজলডোবার পরে দোমহনি এলাকায়। সিকিমের মাঝিতার গ্রামে খানিখোলা ঝোরা ঝাপিয়ে পড়ে বাইক, স্কুটার ভাসিয়ে নিয়েছে। সেতু দিয়ে যাতায়াত অসম্ভব হয়েছে। রবিবার সিকিমে অতিভারী বর্ষণের ‘কমলা’ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

Related Articles