
The Truth of Bengal: পুলিশ হন্যে হয়ে খুঁজছিল তাঁকে। তবে পুলিশ তাঁকে ধরার আগে তিনি থানায় এসে আত্মসমর্পণ করেন। সংসদ হামলায় মূলচক্রী ললিত ঝা বৃহস্পতিবার রাতে দিল্লির কর্তব্যপথ থানায় আত্মসমর্পণ করেন। এখনও পর্যন্ত সংসদ হামলার ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন ললিত।
কে এই ললিত ঝা? আদতে তিনি বিহারের বাসিন্দা। তবে তাঁর সঙ্গে কলকাতার সংযোগ আছে। একটা সময় তিনি কলকাতাতে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি। ২১৮ রবীন্দ্র সরণির একটা ঘুপচি ঘরে থাকতেন। টিউশনি করতেন তিনি। খুব একটা কারও সঙ্গে না মিশলেও এলাকায় তিনি ‘মাস্টারজি’ নামে পরিচিত ছিলেন। জানা যাচ্ছে বাগুইআটিতে তিনি আর একটি ঘর ভাড়া নিয়েছিলেন। সেখানে থাকতেন তাঁর মা।
হামলার পর দিল্লি থেকে রাজস্থানে পালিয়ে গিয়েছিলেন ললিত। সেখানে একটি হোটেলে ছিলেন। পরে সেখান থেকে ফের দিল্লি চলে আসেন। বৃহস্পতিবার সারাদিন ভিবিন্ন এলাকায় তাঁর খোঁজ চালায় পুলিশ। অবশেষে গভীর রাতে দিল্লির কর্তব্যপথ থানায় আত্মসমর্পণ করেন ললিত।
প্রাথমিক তদন্তে দিল্লি পুলিশ জানতে পেরেছে ‘ভগৎ সিং ফ্যানস ক্লাব’-এর মাধ্যমে বিভিন্ন রাজ্যের যুবক যুবতীদের সঙ্গে ললিত ঝাঁ-এর পরিচয় হয়। সেই সূত্রে পুলিশ জানার চেষ্টা করছে কলকাতায় কোথায় কথায় যেতেন ললিত, কাদের সঙ্গে যোগাযোগ ছিল? সমস্তটাই খোঁজখবর নেওয়া হচ্ছে দিল্লি পুলিশের তরফ থেকে।