দেশ

নিজের মেয়েকে খুন! ঘটনায় গ্রেফতার বাবা

Kill your own daughter! The father was arrested in the incident

Truth Of Bengal: মধ্যপ্রদেশে আট বছরের কিশোরী খুনে গ্রেফতার বাবা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা জেলার চাচোড়া থানা এলাকায়। অভিযোগ অভিযুক্ত তাঁর মেয়েকে খুন করে হাত-পা বেঁধে কুয়োতে ফেলে দিয়েছিলেন। ঘটনার তিনদিন পর কুয়ো থেকে কিশোরীর দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় প্রাথমিক ময়না তদন্তের পর পুলিশ অনুমান করছে কিশোরীকে আগে ধর্ষণ করা হয়েছিল।

জানা গিয়েছে অভিযুক্ত বাবা তাঁর আট বছরের মেয়েকে খুন করে হাত-পা বেঁধে কুয়োতে ফেলে দিয়েছিলেন। ঘটনার পরে শনিবার কুয়ো থেকে কিশোরীর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। তিনদিন আগে কিশোরী নিখোঁজ বলে থানায় অভিযোগ জানায় পরিবারের সদস্যরা। সেই অভিযোগে পুলিশ তদন্ত শুরু করে। এই তদন্তে নেমে পুলিশের সন্দেহ হয় কিশোরীর বাবার ওপর। অভিযোগ তিনি তাঁর মেয়েকে খোঁজার বিষয়ে প্রথম থেকে কোনো আগ্রহ দেখাচ্ছিলেন না। তিনদিন পরে কুয়ো থেকে কিশোরীর দেহ উদ্ধার হলে।

পুলিশ কিশোরীর বাবাকে জিজ্ঞাসাবাদের নিজেদের হেফাজতে নেয়। জেরার মুখে কিশোরীর বাবা স্বীকার করেন তিনি তার মেয়েকে খুন করেন। যদিও ধর্ষণের কথা তিনি অস্বীকার করেন বলে পুলিশের দাবি। তবে ঠিক কি কারনে অভিযুক্ত তার মেয়েকে খুন করেছে তা এখনও স্পষ্ট নয়। মৃত কিশোরীর মায়ের ভূমিকা খতিয়ে দেখেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ জানিয়েছেন প্রাথমিক ভাবে ময়নাতদন্তের পর চিকিৎসকদের অনুমান, শিশুটিকে খুনের আগে ধর্ষণ করা হয়ে থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles