বিরল ঘটনার সাক্ষী কেরল, অ্যাম্বুল্যান্সকে পথ করে দিতে থামানো হল মারামারি
Kerala witnesses rare incident, fight breaks out to stop ambulance from passing

Truth Of Bengal: শনিবার কেরলের কোঝিকোড় জেলায় একটি বিরল ঘটনার সাক্ষী হল স্থানীয়রা। রাস্তা আটকে দুই গোষ্ঠীর সদস্যদের মধ্যে মারামারি চলছিল। হঠাৎই সেই পথে আসে একটি অ্যাম্বুল্যান্স। অবাক করার বিষয় হলো, মারামারিতে মগ্ন দুই গোষ্ঠীই সঙ্গে সঙ্গে হাতাহাতি থামিয়ে রাস্তা থেকে সরে দাঁড়ায়। অ্যাম্বুল্যান্সকে রাস্তা ছেড়ে দিতে কয়েক মুহূর্তের জন্য থেমে যায় সংঘর্ষ। তবে অ্যাম্বুল্যান্স চলে যেতেই ফের শুরু হয় মারামারি।
Today, INC workers & INC rebels (backed by CPIM) clashed on the main road near my home over a Cooperative Bank election.
Suddenly, an ambulance approaches; both sides immediately pause the fight, make way for it to pass—then go right back to fighting.
The real Kerala story 😭 pic.twitter.com/8Oqss8q2lV
— Siddharth (@DearthOfSid) November 16, 2024
ঘটনাটি ঘটে একটি সমবায় ব্যাঙ্কের নির্বাচনকে ঘিরে। স্থানীয় কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে বেশ কয়েক দিন ধরেই উত্তেজনা চলছিল। নির্বাচনের ফলপ্রকাশের পর, অভিযোগ ওঠে এক গোষ্ঠী সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে অপর গোষ্ঠীকে হারিয়েছে। এই নিয়েই শুরু হয় বিবাদ, যা শেষ পর্যন্ত হাতাহাতিতে রূপ নেয়।
মারামারি থামিয়ে অ্যাম্বুল্যান্সকে পথ করে দেওয়ার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। নেটাগরিকদের অনেকেই কেরলের এই নাগরিক চেতনাকে প্রশংসা করেছেন। কেউ কেউ মজা করে লিখেছেন, “এমন ঘটনা কেবল কেরলেই সম্ভব।”
২০২০ সালের একটি ঘটনা উল্লেখ করেও কেরলের নাগরিকরা গর্ব প্রকাশ করেছেন। তখন এনআরসি-বিরোধী মিছিলের মাঝেও আটকে থাকা একটি অ্যাম্বুল্যান্সকে পথ করে দিয়েছিলেন আন্দোলনকারীরা। এক নেটাগরিকের মন্তব্যে ফুটে উঠেছে কেরলের গর্ব: “এটাই আসল কেরল স্টোরি।”