‘পুষ্পা ২’-এর হিট গানে কোমর দোলালেন কেজরিওয়াল, মেয়ের বাগদানে ভিন্ন মেজাজে আপ নেতা!
Kejriwal rocks his waist to 'Pushpa 2' hit, AAP leader in different moods after daughter's engagement

Truth of Bengal: রাজনীতির কঠোর মঞ্চ ছেড়ে একেবারে পারিবারিক আনন্দে ভেসে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। নিজের মেয়ের বাগদানের অনুষ্ঠানে তাকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক রূপে। দক্ষিণী সিনেমা ‘পুষ্পা ২’-এর হিট গান ‘আঙ্গারো কা অম্বর সা’-এর তালে স্ত্রী সুনীতাকে সঙ্গে নিয়ে নাচলেন দিল্লির মুখ্যমন্ত্রী।
Arvind Kejriwal showcasing his DANCE Moves on his daughter’s Engagement Ceremony.
God bless his Daughter and Son In Law with happiness and prosperity. @ArvindKejriwal @AamAadmiParty @AAPPunjab @SanjayAzadSln pic.twitter.com/dmbayukPNh
— Manoj Kumar Sharma (@manojsharma76u1) April 18, 2025
শুক্রবার, দিল্লির এক অভিজাত হোটেলে বসে ছিল বাগদানের অনুষ্ঠান। কেজরিওয়ালের মেয়ে হর্ষিতা কেজরিওয়ালের সঙ্গে আংটি বদল করেন তার কলেজ জীবনের বন্ধু এবং প্রেমিক সম্ভব জৈন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আম আদমি পার্টির অনেক নেতা, এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও। তিনি নিজের স্টাইলে ভাংড়া নাচ করে জমিয়ে দেন আসর। অতিথিদের উৎসাহে অনুষ্ঠান ভরে ওঠে হাসি আর করতালিতে।
ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কেজরিওয়ালের সবুজ শেরওয়ানি আর সুনীতার একই রঙের লেহেঙ্গায় যুগল নাচ, মন জয় করে নিয়েছে বহু দর্শকের।
তবে, রাজনৈতিক মহলে এই আনন্দও রয়ে গেল বিতর্কের ছোঁয়ায়। বিজেপির নেত্রী রেখা গুপ্ত কটাক্ষ করে বলেন, “মানুষ এখন সত্যিটা বুঝতে পারছে, এটা ভালো লক্ষণ।”
রাজনীতির চাপের বাইরে গিয়ে কেজরিওয়ালের এই পারিবারিক রূপে খুশি অনেকেই, আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন এমন সময়ে এমন উৎসব কতটা যুক্তিযুক্ত। তবে একথা সত্যি—এই নাচ আপাতত দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।