দেশ

ফের আদালত থেকে বড় ধাক্কা খেলেন কে কবিতা

Kavitha judicial custody

The Truth of Bengal: ফের আদালত থেকে বড় ধাক্কা খেলেন কে কবিতা। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন কেসিআর কন্যা। সোমবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত সিবিআইয়ের দাবি মঞ্জুর করেছে। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন কেসিআর কন্যা কে কবিতা। আগেই তাঁকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ১১ এপ্রিল তাঁকে গ্রেপ্তার করে অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

সোমবার দিল্লি আদালত নির্দেশ দিয়েছে আবগারি দুর্নীতি মামলায় কে কবিতাকে ২৩ এপ্রিল পর্যন্ত থাকতে হবে বিচারবিভাগীয় হেফাজতে। আদালতের অনুমতির পর কারাগারে গিয়েই কবিতাকে গিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। অপর অভিযুক্ত বুচি বাবুর ফোন ও হোয়াটসঅ্যাপ মেসেজের ভিত্তিতে একটি জমি চুক্তির বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। অভিযোগ তার পরেই আম আদমি পার্টিকে ১০০ কোটি টাকা দেওয়া হয়েছিল।

কারাগারে গিয়ে জেরার পর, তাঁকে জেরার জন্য আরও তিন দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছিল। সূত্রের খবর, মেয়াদ শেষে সোমবার কবিতাকে আদালতে তোলা হলে, সিবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, কবিতাকে আর হেফাজতে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই তাদের। তবে বিচারিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ায় ২৩ এপ্রিল পর্যন্তই তিহাড়েই থাকবেন কবিতা। উল্লেখ্য, ১৫ মার্চ আবগারি দুর্নীতি মামলায় হায়দরাবাদ থেকে গ্রেপ্তার করা হয় কবিতাকে।