
The Truth of Bengal : আবারও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হানা। শনিবার সন্ধ্যায় কাশ্মীরের পুঞ্চের সুরানকোটে আবার সন্ত্রাসবাদী হামলা হয়। সন্ত্রাসবাদীরা বায়ু সেনার কর্মীদের ওপর চোরাগোপ্তা হামলা চালায় । বায়ু সেনার কর্মীরা যখন গাড়ি করে যাচ্ছিলেন তখন আচমকা হানা দেয় নাশকতাকারীরা। বায়ুসেনার কনভয়ে জঙ্গিরা টার্গেট করে।সেই এলোপাথাড়ি গুলিতে আহত হন ৫ বায়ুসেনার কর্মী।তাঁদের মধ্যে ১জওয়ান শহিদ হয়েছেন।আহত আরও ৪জওয়ানের মধ্যে ১জনের অবস্থা আশঙ্কাজনক।জানা গেছে বায়ুসেনার কনভয়ের গাড়ির সামনের কাচ লক্ষ্য করে আচমকা ছুটে আসে ঝাঁকে ঝাঁকে গুলি। পাল্টা বায়ুসেনার জওয়ানেরাও গুলিতে জবাব দেন। গুলির লড়াইয়ে জখম হন পাঁচ জন জওয়ান। প্রত্যেকেরই শরীরে গুলি লেগেছে।
উধমপুর সেনা হাসপাতালে হেলিকপ্টারে তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। সেখানে এক জওয়ানের মৃত্যু হয়েছে বলে বায়ুসেনার তরফে জানানো হয়েছে। সন্ত্রাসবাদী হামলার পরই এলাকা ঘিরে ফেলে স্থানীয় রাষ্ট্রীয় রাইফেলসের মতোই সেনাও যৌথভাবে তল্লাশি জারি রেখেছে।বায়ুসেনা বিবৃতি দিয়ে এই ঘটনা সম্পর্কে বিশদে তথ্য দিয়েছে। বর্তমানে কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চল।কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এই অঞ্চলে এমনিতেই কড়া নিরাপত্তা বহাল থাকে।তবুও মাঝেমাঝে চোরাগোপ্তা হানা আতঙ্কের আবহ তৈরি করছে। কোনও জঙ্গি সংগঠন এখনও এই হামলার দায় স্বীকার করেনি।