‘চোর অপবাদে’ আত্মহত্যা কর্ণাটকের পড়ুয়ার, শিক্ষকদের বিরুদ্ধে ‘হেনস্থা’র অভিযোগ দায়ের
Karnataka student commits suicide on 'thief slander'

The Truth Of Bengal : চোর সন্দেহে পড়ুয়াকে হেনস্থা। মাত্র ২হাজার টাকা নেওয়ার সন্দেহে স্কুলছাত্রীকে শিক্ষক বকুনি দেয় বলে অভিযোগ। গঞ্জনা সহ্য করতে না পেরে বছর ১৪-র মেয়েটি আত্মহত্যা করেন বলে সন্দেহ।কর্ণাটকের বাগলকোট গর্ভনমেন্ট হাইস্কুলের প্রধান শিক্ষক কেএইচ মুজাওয়ার ও শিক্ষিকা জয়শ্রী মিশরিকোটির বিরুদ্ধে পড়ুয়ার পরিবার অভিযোগ দায়ের করেছেন।কেন এই নাবালিকার করুণ পরিণতি হল,তা তদন্ত করে দেখছে পুলিশ।গত ১৫মার্চ মেয়েটি আত্মহত্যা করে।
যখন তার বাবা-মা বাড়িতে ছিল না তখনই এই মর্মান্তক ঘটনা ঘটে। ১৬ মার্চ নাবালিকার দেহ উদ্ধার করা হয়। স্কুলের তরফে জানা গেছে, শিক্ষিকা জয়শ্রী মিশরিকোটি পড়ুয়াকে ২হাজার টাকা হাতিয়ে নেওয়ার সন্দেহে দোষী সাব্যস্ত করেন। তিনি স্কুলে , টাকা হাতিয়ে নেওয়ার কথা তুলে ধরে ছাত্রীকে অপমান করেন বলেও পড়ুয়ার পরিজনরা অভিযোগ করেছে। শুধু কেন সন্দেহের বশে,কেন এই নির্যাতন ?
কেন কোনও প্রমাণ ছাড়া নাবালিকাকে স্কুল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দেওয়া হয়,তা নিয়েও সন্তানহারা মা-বাবা থেকে পরিজনরা প্রশ্ন তুলেছে। লাগাতার হুমকি আর অত্যাচারের জন্য মানসিক দিক থেকে মেয়েটি ভেঙে পড়ে বলে মনে করছেন স্বজন হারানো পরিবার।কেন একটি অষ্টম শ্রেণির ছাত্রীকে মাত্র ২হাজার টাকার জন্য শরীরে তল্লাশি করা হয়,তা নিয়েও অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও পুলিশ এই তল্লাশির বিষয়ে কোনও স্পষ্ট প্রমাণ পায়নি বলে জানিয়েছে।এখন তদন্তে কী উঠে আসে সেদিকেই তাকিয়ে পড়ুয়ার বন্ধু থেকে পরিজন সকলেই।
FREE ACCESS