
The Truth of Bengal: শিশু পাচারের র্যাকেট ফাঁস করল কর্ণাটক পুলিশ। কর্ণাটকের তুমাকুরু জেলায় পুলিশ ছয়টি শিশুকে উদ্ধার করেছে৷ শিশু বিক্রির অভিযোগকারী তিন নার্সসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ২-৩ লক্ষ টাকায় তারা বাচ্চা বিক্রি করতেন বলে জানা গিয়েছে। একটি শিশু পাচারের র্যাকেট ফাঁস করল কর্ণাটক পুলিশ। কর্ণাটকের তুমাকুরু জেলায় পুলিশ ছয়টি শিশুকে উদ্ধার করেছে ৷
শিশু গুলির বয়স ১১ মাস থেকে আড়াই বছরের মধ্যে বলে জানাগিয়েছে। একটি বেসরকারি হাসপাতালের মালিক এবং নিঃসন্তান দম্পতিদের কাছে শিশু বিক্রির অভিযোগকারী তিন নার্সসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা হলেন কুনিগালের একটি সরকারি হাসপাতালের নার্স। তাদের নাম মহেশ ও মেহবুব শরিফ বলে জানাগিয়েছে।
এছাড়াও আরও দুই মহিলা নার্স, সোজন্যা ও পূর্ণিমা, যারা ডেলিভারি নার্স ছিলেন এই মামলায় জড়িত বলে জানাগিয়েছে। মহেশ এবং মেহবুব শরীফ তাদের বাবা-মায়ের কাছ থেকে বাচ্চাদের নিরাপত্তা দিতেন যারা সন্তান চায় না। এছাড়াও অবৈধ দত্তক পদ্ধতির মাধ্যমে অন্য দম্পতিদের কাছে ২-৩ লক্ষ টাকায় তারা বাচ্চা বিক্রি করেন বলে জানা গিয়েছে।