দেশ

উত্তেজনার মধ্যেই কর্নাটক বিধানসভায় পাশ মুসলিম সংরক্ষণ বিল

Karnataka Assembly passes Muslim Reservation Bill

Truth of Bengal: কর্নাটক বিধানসভায় তীব্র উত্তেজনার মধ্যেই পাশ হয়ে গেল সংখ্যালঘু সংরক্ষণ বিল। এই বিল অনুযায়ী, রাজ্যপালের সম্মতি মিললেই সরকারি টেন্ডারে মুসলিমদের জন্য ৪ শতাংশ সংরক্ষণ কার্যকর হবে।

বিলটি পেশ হওয়ার পরপরই বিধানসভায় প্রতিবাদে ফেটে পড়ে বিজেপি। দলটির বিধায়করা বিলের কপি ছিঁড়ে স্পিকারের দিকে ছুঁড়ে দেন, কেউ কেউ চেয়ারে ওঠার চেষ্টা করেন। তাদের দাবি, এই বিল সংবিধানবিরোধী এবং কংগ্রেস সরকারের পক্ষপাতমূলক নীতির প্রতিফলন।

কেন এই বিল?

গত সপ্তাহে বাজেট পেশের সময় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘোষণা করেছিলেন, সরকারি কাজের ক্ষেত্রে মুসলিমদের জন্য সংরক্ষণ নিশ্চিত করতে আইন প্রণয়ন করা হবে। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিধানসভায় বিলটি পেশ করা হয় এবং তা পাশ হয়।

কংগ্রেসের মতে, বিজেপি শাসনে মুসলিম সংরক্ষণ বাতিল করা হয়েছিল, যা সংখ্যালঘুদের প্রতি অবিচার। তাই তারা ক্ষমতায় ফিরে সেই সিদ্ধান্ত সংশোধন করল। অন্যদিকে, বিজেপির বক্তব্য, কংগ্রেস শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করছে এবং সংবিধানের মূল আদর্শকে উপেক্ষা করছে।

সংরক্ষণ নীতি কী বলছে?

বিলে বলা হয়েছে, এক কোটি টাকা পর্যন্ত সরকারি বরাতে মুসলিম ঠিকাদাররা ৪ শতাংশ সংরক্ষণ সুবিধা পাবেন। পাশাপাশি, সংখ্যালঘু উন্নয়নের জন্য বাজেটে ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

এখন রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই বিল। অনুমোদন পেলেই সরকারি চুক্তির ক্ষেত্রে সংখ্যালঘু সংরক্ষণ কার্যকর হবে। তবে এই সিদ্ধান্তকে ঘিরে কর্নাটকের রাজনীতিতে যে বিতর্ক আরও বাড়বে, তা বলাই বাহুল্য।

Related Articles