দেশ

Kanwar Yatra 2024: কানওয়ার যাত্রার পথে শ্রাবন মাস জুড়ে মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ বারানসি পুরসভার

Kanwar Yatra 2024: Varanasi Municipality orders closure of meat shops during the month of Shravan

The Truth Of Bengal : পুণ্যার্থীদের ভাবাবেগে যাতে আঘাত না লাগে সেজন্য কানওয়ার যাত্রার শুরুতেই উত্তরপ্রদেশ জুড়ে কড়া পদক্ষেপ নেওয়া হল। কানওয়ার যাওয়ার পথে যত মাংসের দোকান আছে, সব মাংসের দোকান গোটা শ্রাবণ মাস জুড়েই বন্ধ রাখার নির্দেশ দিল বারাণসী পুরসভা।

বারাণসীর মেয়র সন্দীপ শ্রীবাস্তব উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।কানওয়ার যাত্রায় পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই জন্যই  মাংসের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার কমিশনারের তরফে। এই নির্দেশ জারির পর সমস্ত মাংসের দোকান বন্ধ রয়েছে কি না, তা দেখতে বিশেষ নজরদারি চালানো হবে। নির্দেশ অমান্য করলে দিতে হবে জরিমানা।চলতি সপ্তাহে মুজফফরনগর পুলিশ কানওয়ার যাত্রাপথে সমস্ত খাবারের দোকানে মালিকদের নাম ও ফোন নম্বর উল্লেখ করার নির্দেশ জারি করে। এরপর এই নির্দেশ দেওয়ার পর পরবর্তী নির্দেশ জারি করা হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তরফে।যোগীর এই নির্দেশকে স্বাগত জানিয়েছে রামদেব। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, কানওয়ার যাত্রার প্রতিটি রুটে খাবারের দোকানের মালিকদের নাম ও ফোন নম্বর উল্লেখ করতে হবে।   শুধু উত্তরপ্রদেশেই এই নির্দেশ নয়, উত্তরাখণ্ড জুড়ে সমস্ত দোকানের বাইরে মালিকদের নাম ও ফোন নম্বর   উল্লেখ করার নির্দেশ জারি করা হয়েছে। এমনকি কেন্দ্রের এহেন মাংসের দোকান বন্ধ রাখার সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই উষ্মা প্রকাশ করেছেন এনডিএ শিবিরের নেতারা।

 

Related Articles