দেশ

রাজনীতির ময়দানে নবাগত, বলিউডের কঙ্গনা রানাউত যেন ‘মণিকর্নিকা

Kangana in election campaign

The Truth of Bengal: “প্রধানমন্ত্রী স্বয়ং রামচন্দ্রের অংশ”, এমনই বক্তব্য অভিনেত্রী তথা বর্তমানে মান্ডি কেন্দ্রের বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াতের। মাণ্ডির বিভিন্ন প্রান্তে প্রচার চালান কঙ্গনা রানাউত। সেখানেই তিনি প্রধানমন্ত্রী প্রসঙ্গে এই উক্তি করেছেন। সিনেপর্দার বাইরে রাজনৈতিক ময়দানেও বলিউডের কঙ্গনা রানাউত যেন ‘মণিকর্নিকা’। হতে পারে তিনি রাজনীতির ময়দানে নবাগত। কিন্তু তাতে কি? বরাবর কঙ্গনা একজন নেত্রী রূপেই ধরা দিয়েছেন সকলের মাঝে, কখনও তাঁর কাটছাঁট কথা বার্তায়, আবার কখনো তাঁর বডি ল্যাঙ্গুয়েজ জানান দেয় কঙ্গনার রাওডি রূপ।

এবার লোকসভা নির্বাচনে মান্ডি কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি। বিভিন্ন প্রান্তে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করতে শোনা যাচ্ছে কঙ্গনাকে। এবার প্রধানমন্ত্রী প্রসঙ্গে বলতে হয়ে তিনি ভগবান রামের সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা করেন। বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভগবান রামচন্দ্রের অংশ, প্রচারে তিনি আরও জানিয়েছেন, তিনি অর্থাৎ কঙ্গনা প্রধানমন্ত্রীর দূত,কঙ্গনাকে দেওয়া এক একটা ভোট মোদীর জন্য আশীর্বাদ হবে, তিনি মোদীর সৈনিক।

পাশাপাশি, অযোধ্যা রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে কঙ্গনার বক্তব্য, যা এত বছর ধরে হয়নি টা মোদীর জন্য হয়েছে, এবং এরপরেই তার সংযোজন প্রধানমন্ত্রী স্বয়ং রামচন্দ্রের অংশ। মূলত, এরপরেই বিতর্কের শিরোনামে আবারও আসেন বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত।এর আগে শুক্রবার হিমাচলি ভূমিকন্যা মাণ্ডির মেগা রোড শো থেকেই হুঙ্কার ছাড়েন, “আমি এখানে হিরোইন নই, আমি মাণ্ডির মেয়ে।” বক্স অফিসে বছরখানেক ধরেই মন্দা বাজার যাচ্ছে কঙ্গনা রানাউতের। হিটের মুখ দেখেননি বহুদিন হল! তবে ফিল্মিবাজারের ‘ফ্লপ পিচ’ থেকে রাজনৈতিক ময়দানে উত্তরণ হতেই যেন ফের রণংদেহি মেজাজে পর্দার ‘মণিকর্নিকা’।

Related Articles