দেশ

বিহারে ভুমিকন্যার কামাল! গুগল থেকে মিলল বাম্পার চাকরির অফার

Kamal of Bihar actress! Bumper job offer from Google

Truth Of Bengal, Barsa Sahoo : বলা হয় প্রতিভা মানুষকে নিজের পরিচয় বানাতে সাহায্য করে। আমরা প্রায়ই দেখতে পাই প্রতিভার জেরে কত মানুষ জীবনে সাফল্য পায়। এমনই একটি ঘটনা উদাহরণ সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ঘটনাটি বিহারের। Google বিহারের ভাগলপুরের মেয়েকে ৬০ লক্ষ টাকার প্যাকেজ দিয়েছে। এতে স্বাভাবিকভাবেই মেয়েটির পরিবারের সদস্য এবং আত্মীয়দের মধ্যে উঠেছে খুশির ঢেউ।

বিহারের মেয়ে অলংকৃতা গুগলে চাকরি পেয়েছে। প্রত্যন্ত একটি গ্রামের মেয়ে হয়ে অলংকৃতার এহেন সাফল্য স্বাভাবিকভাবেই বাকি বাচ্চাদের মনে সাহস জোগাবে। যারা নিজের দক্ষতায় ভালো কিছু করতে চায় তাদেরকেও নতুন দিশা দেখাবে।

অলংকৃতা সাক্ষী কে?

অলংকৃতা সাক্ষী হল বিহারের ভাগলপুর জেলার অন্তর্গত নবগাছিয়া ব্লকের সিমরা গ্রামের বাসিন্দা। অলংকৃতার বাবা শংকর মিশ্র। বর্তমানে শংকর ঝাড়খণ্ডের কোডারমায় থাকেন। কোডারমায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন তিনি। অলংকৃতার মা রেখা মিশ্র একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। যেহেতু তার বাবা-মা কোডারমাতে থাকতেন তাই তার শৈশবও সেখানেই কেটেছে। অলংকৃতা কোডারমাতে দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছেন। এর পরে, তিনি দ্বাদশ শ্রেণিতে কোডারমার জওহর নবোদয় বিদ্যালয়ে ভর্তি হন। পরে হাজারীবাগ থেকে বি.টেক ডিগ্রি অর্জন করেন।

কাজ

B.Tech করার পর, অলংকৃতা চাকরি পেয়েছিলেন। তার পর থেকে তিনি চাকরির সুত্রে বেঙ্গালুরুতে থাকেন। এখানে তিনি বিভিন্ন বহুজাতিক কোম্পানির সাথে কাজ করেছেন। সেখানে কর্মরত থাকাকালিন অলংকৃতা গুগলে চাকরির জন্য আবেদন করেছিলেন। অবশেষে তিনি তিনি গুগলের জন্য নির্বাচিত হয়েছেন। এই চাকরির জন্য গুগল তাকে ৬০ লক্ষ টাকার প্যাকেজ অফার করেছেন।

ভাগলপুর জেলার পোথিয়া গ্রামের মনীশ কুমারের সঙ্গে অলঙ্কৃতার বিয়ে হয়। মনীশও বেঙ্গালুরুতে একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন। অলংকৃতার শ্বশুর রাজীব নয়ন চৌধুরী নবগাছিয়া মহকুমা অফিসে হেড ক্লার্ক হিসেবে কর্মরত রয়েছেন। অলংকৃতা এই চাকরি পাওয়ার পর থেকে তার পরিবার থেকে শুরু করে শ্বশুরবাড়ির সকলে আনন্দে মেতে উঠেছেন। সবাই বলেন, গুগলের মতো কোম্পানিতে কাজের জন্য নির্বাচিত হওয়া সত্যি গর্বের।

Related Articles