মাত্র ২৫ মিনিট! গুঁড়িয়ে গেল ৯ জঙ্গি ঘাঁটি, শেষ মাসুদ আজহারের পরিবার
Just 25 minutes! 9 terrorist bases destroyed, Masood Azhar's family killed

Truth Of Bengal: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পাল্টা জবাব ভারতের। ‘অপারেশন সিঁদুর’–এ পাকিস্তানে ভারতীয় সেনার মিসাইল হামলা। ৯ টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে মাত্র ২৫ মিনিটে। টার্গেটের মধ্যে ছিল জইশ-ই-মোহাম্মদের প্রধান ঘাঁটি বাহাওয়ালপুর এবং লস্কর-ই-তৈয়বার ঘাঁটি মুরিদকে। জানা যাচ্ছে, এই হামলায় মৃত্যু হয়েছে মাসুদ আজহারের পরিবারের ১৪ জন সদস্যের। এর মধ্যে রয়েছে তার বড় বোন এবং ভগ্নিপতি। রয়েছে পাঁচজন শিশু এবং আরও একাধিক আত্মীয়। মাসুদের ভাই গুরুতর জখম বলে খবর সূত্রের।
২০০১ সালে ভারতে সংসদ হামলার মূল চক্রী ছিলেন এই মাসুদ আজহার৷ মঙ্গলবার ভোররাতে চলে এই সামরিক অভিযান। বিশ্লেষকদের মতে, ‘অপারেশন সিঁদুর’ শুধু প্রতিশোধমূলক পদক্ষেপ নয়, এটি ভারতের পক্ষ থেকে একটি কৌশলগত ও মনস্তাত্তিক প্রভাব বিস্তারকারী জবাবও। পহেলগাঁওয়ে হামলার পর সারা দেশে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে।
সেই ঘটনার ১৪ দিন পর ভারতীয় সেনাবাহিনী চালায় এই চরম জবাব। প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, এই হামলার মূল লক্ষ্য ছিল সীমান্তের ওপারে সক্রিয় সন্ত্রাসবাদী সংগঠনগুলোর ঘাঁটিকে ধ্বংস করা এবং ভবিষ্যতের জন্য শক্ত বার্তা দেওয়া। এর আগে উরির ঘটনায় ১১ দিন পর প্রত্যাঘাত করেছিল ভারত, পুলওয়ামাকাণ্ডের ১২ দিন পর নেওয়া হয়েছিল প্রতিশোধ। প্রস্তুতির ছবিটা নজরে আসছিলই। দেশবাসী মনে করছিলেন ‘টোটাল ওয়ার’-এর পথে যাবে ভারত। ৭ই মে “মক ড্রিল”-এর কথা বলা হয়। সেই কৌশলের মধ্যেই সুনির্দিষ্ট ভাবে অতর্কিত হামলা। ভারতের অসাধারণ স্ট্র্যাটেজি এবং এই কৌশলেই সাফল্য।