দেশ

বিহারে ১৬আসনে  প্রার্থী ঘোষণা জেডিইউয়ের, টিকিট পেলেন দলত্যাগী ২ দুই নেতা

JDU announces candidates for 16 seats in Bihar

The Truth of Bengal: জোট বদল করে কমেছে তার জারিজুরি। লোকসভায় ১টি কম আসন নিয়েই লড়াই করতে হচ্ছে নীতীশের দল জেডিইউকে। গতবার ১৭টি আসনে লড়াই করেছিল জনতা দল ইউনাইটেড।এবার তাদের লড়তে হচ্ছে ১৬টি আসনে। কার্যতঃ লোকসভায় লড়াইতে এখন নীতীশ কুমারের দল ছোট শরিকে পরিণত হয়েছে।এনডিএতে যোগ দিয়ে তিনি যে মর্যাদা পাচ্ছে না তা প্রার্থী তালিকা থেকে ক্ষমতার রাশে স্পষ্ট বলা যায়।

মোদির বিরুদ্ধে একসময় স্বর চড়ানো নীতীশকুমারই সেই মোদির ইমেজ সামনে রেখে বিহারের ময়দানে ভোটে লড়তে চলেছেন। রবিবার পটনায় জেডিইউয়ের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের  জাতীয় সহ সভাপতি বশিষ্ঠ নারায়ণ সিং। সীতামঢ়ী আসনে দলের বিদায়ী সাংসদকে টিকিট দেয়নি নীতীশের দল। এ বার ওই কেন্দ্রে বিহারের বিধান পরিষদের চেয়ারম্যান দেবেশচন্দ্র ঠাকুরকে প্রার্থী করা হয়েছে।

লালুপ্রসাদ যাদবের দল আরজেডি ছেড়ে জেডিইউ-তে যোগ দেওয়া লাভলিকে প্রার্থী করা হয়েছে  শিওহর কেন্দ্র থেকে।দলত্যাগী দুই নেতাকে এবার টিকিট দিয়ে কী নীতীশকুমার আলাদা বার্তা দিল উঠছে প্রশ্ন।তবে জোটবদল করা নীতীশকুমারের বিশ্বাসযোগ্যতা তলানিতে ঠেকায় আরজেডি-কংগ্রেস সহ  ইন্ডিয়া জোটের শরিকরা প্রচারে বাড়তি গুরুত্ব পাচ্ছে বলে বিহারের রাজনৈতিক মহল মনে করছে।

Related Articles