জম্মু-কাশ্মীরের শহিদ দিবসে ‘গৃহবন্দী’ প্রাক্তন মুখ্যমন্ত্রী !
Jammu and Kashmir's Martyr's Day 'house arrest' former Chief Minister!

The Truth Of Bengal: ‘শহিদ দিবস’ ছিল ভারতের ভূস্বর্গের। আর সেই জম্মু-কাশ্মীরের শহিদ দিবসের দিনই এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গৃহবন্দী করে রাখার অভিযোগ উঠল। শনিবার এক্স হ্যান্ডেলে এমনটাই জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।
পাশাপাশি, প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার অভিযোগ, শহিদদের সমাধিস্থল মাজাই-ই-শুহাদায় যেতে বাধা দেওয়া হয়েছে তাঁকে। শনিবার মেহবুবা এক্স হ্যান্ডলে তাঁর বাড়ির বন্ধ গেটের ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘মাজার-ই-শুহাদা পরিদর্শন আটকানোর উদ্দেশ্যে আমার বাড়ির গেটগুলি আবার তালাবন্ধ করা হয়েছে। কর্তৃত্ববাদ, নিপীড়ন এবং অবিচারের বিরুদ্ধে কাশ্মীরের প্রতিরোধের একটি স্থায়ী প্রতীক ওই স্থান। আমাদের শহিদদের আত্মত্যাগের ইতিহাস প্রমাণ করে যে, কাশ্মীরিদের চেতনাকে চূর্ণ করা যাবে না।’’
প্রসঙ্গত, ব্রিটিশ শাসনের সময় জম্মু ও কাশ্মীরের মহারাজার বাহিনীর হাতে ১৯৩১ সালে যে ২২ জন কাশ্মীরি বিদ্রোহীর প্রাণ গিয়েছিল, তাঁদের স্মরণে ১৩ জুলাই দীর্ঘ দিন ধরে ‘শহিদ দিবস’ পালিত হত। তবে, ২০১৯-এ ৩৭০ ধারা বিলোপের পর সেই প্রথা জোর করে বন্ধ করা হয়েছে বলে এবার অভিযোগ করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।