ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর, গ্যাংস্টারের সঙ্গে গুলির লড়াইতে শহীদ এক পুলিশ আধিকারিক
Jammu and Kashmir heated up again, a police officer martyred in a shootout with gangsters

The Truth Of Bengal : গ্যাংস্টার ও পুলিশ আধিকারিকদের মধ্যে গুলির লড়াইয়ে শহীদ এক পুলিশ আধিকারিক। পাশাপাশি গুলির লড়াইয়ে খতম এক কুক্যাত গ্যাংস্টার। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরে। গ্যাংস্টারদের পিছু করতে গিয়ে কাঠুয়ার এক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঢুকে উভয় পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। শহীদ পুলিশ আধিকারিকের প্রতি শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা।
ফের উত্তপ্ত ভূস্বর্গ। কুখ্যাত গ্যাংস্টারের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ এক পুলিশ আধিকারিক। পুলিশ সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরের কুক্যাত গ্যাংস্টার গ্যাঙ ‘শুনো’, দীর্ঘদিন ধরেই একাধিক কুকর্মের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালাতে শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ। মঙ্গলবার ওই গ্যাংস্টারদের ধাওয়া করতে করতে পুলিশ ও গ্যাংস্টার উভয়ই ঢুকে পড়ে কাঠুয়ার এক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই লড়াই শুরু হয় পুলিশ ও গ্যাংস্টারের মধ্যে। এই ঘটনায় গুরুতর ভাবে আহত হয় দুই পুলিশ আধিকারিক। যার মধ্যে একজনের অবস্থা ছিল খুবই আশঙ্কাজনক। মাথায় গুলি লাগে সাব ইন্সপেক্টর দীপক শর্মার। প্রথমে তাকে কাঠুয়ার এক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তার অবস্থা শোচনীয় হওয়ার কারণে তাকে রেফার করা হয় পাঞ্জাবের পাঠানকোটের এক হাসপাতালে। এর পর বুধবার দীপক শর্মা নামে ওই পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছিলেন আরও এক পুলিশ আধিকারিক।
তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। একই সঙ্গে এই গুলির লড়াইয়ে খতম হয়েছে গ্যাংস্টার প্রধান বাসুদেব। দীপক শর্মার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। স্যালুট জানিয়েছেন শহীদ পুলিশ আধিকারিককে। শহীদ আধিকারিকের বীরত্বের কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন দুর্ধর্ষ গ্যাংস্টার বাসুদেব কে খতম করে যিনি নিজে শহীদ হয়েছেন তার বীরত্বের কথা ভাষায় প্রকাশ করা কঠিন। এছাড়াও তিনি জানিয়েছেন শহীদ আধিকারিক দীপক শর্মার মৃত্যুর বদলা অবশ্যই নেওয়া হবে। শহীদ পুলিশের গুলি লাগায় যে রক্ত বয়েছে সেই প্রতিটা রক্তবিন্দুর শোধ নেওয়া হবে।