
The Truth of Bengal: সাফল্যের আর এক মাইল ফলক ছুঁয়ে ফেললো সৌরযান আদিত্য এল-১। পূর্ব নির্ধারিত পরিকল্পনা মেনেই, পৃথিবীর প্রথম কক্ষপথ পেরিয়ে দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করল ভারতের সৌরযান। ইসরো জানিয়েছে, এখনই স্থির হবে না আদিত্য। তার পরবর্তী লক্ষ্য পৃথিবীর তৃতীয় কক্ষপথ।
ইসরোর তরফ থেকে জানানো হয়েছে সূর্য মিশনে, আদিত্য এল-১ -এর তৃতীয় পরীক্ষাটি শুরু হবে ১০ সেপ্টেম্বর। সেইদিন ভোররাত আড়াটে নাগাদ পৃথিবীর তৃতীয় কক্ষপথে পৌঁছবে আদিত্য এল ১। পূর্ব নির্ধারিত প্রোগ্রামিং অনুসারে, পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে আর এক কক্ষপক্ষ পেরিয়ে কিছুটা এগোবে সূর্যের দিকে।প্রসঙ্গত, চন্দ্রযান-৩-র সাফল্যের পরেই সূর্য মিশনের কথা ঘোষণা করেছিল ইসরো।
সেইমতো গত ২ সেপ্টেম্বর বেলা ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান কেন্দ্র থেকে সৌরযান আদিত্য এল ১কে উৎক্ষেপণ করা হয়। ইসরোর তরফে জানা গিয়েছে, পৃথিবী থেকে সূর্যের যা দূরত্ব, তার এক শতাংশ পথ অতিক্রম করে একটি পয়েন্ট স্টেশন থেকে সূর্যকে পর্যবেক্ষণ করবে। সেই পয়েন্টই হল এল ১। যা পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে রয়েছে।