দেশ

মহাকাশে আরও একধাপ এগিয়ে গেল ইসরো, পাড়ি দিল PSLV-C60

ISRO takes another step forward in space, PSLV-C60 successfully launches

Truth of Bengal:মহাশূণ্যে আরও একটা বিশাল বড় ধাপ পেরিয়ে গেল ইসরো। উৎক্ষেপণ করা হল পিএসএলভি-সি৬০ রকেট। সোমবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে রাত ১০ টা নাগাদ এই সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়। যে লঞ্চিং-এর নাম দেওয়া হয়েছে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট।

পরবর্তী সময়ে মহাকাশে ভারতের নিজস্পব স্পেস স্টেশন নির্মান ও চন্দ্রযান-৪ এর সাফল্যের লক্ষ্যে ইসরোর এই অভিযানের সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা যাচ্ছে, দুটি মহাকাশযান রয়েছে পিএসএলভি-সি৬০-র প্রধান পেলোড হিসেবে। প্রথম মহাকাশযানটি হল স্পেডেক্স-১ ও দ্বিতীয় মহাকাশযানটি হল স্পেডেক্স-২। এই দুই যানকেই নির্দিষ্ট কক্ষপথে মহাশূণ্যে ছেড়ে দেওয়া হবে।

পরবর্তী সময়ে চিজারের মধ্যমে ডকিং করবে। স্যাটেলাইটে একটি রোবটিক বাহু রয়েছে, যা হুকের সাহায্যে লক্ষ্য বস্তুকে নিজের দিকে টেনে আনতে সাহায্য করবে। ইসরোর পরবর্তীতে একাধিক অভিযানের ভবিষ্যৎ এই মিশনের সাফল্যের উপর নির্ভরশীল। একইসঙ্গে দেশ হিসেবে।

এই অভিযান সম্পর্কে ইসরো প্রধান জানান, এতে থাকা ৫টি মডিউল এহাকাশের একটি নির্দিষ্ট কক্ষে আলাদা সময়ে ছেড়ে দেওয়া হবে। পরে ডক করা হবে সেগুলিকে। কেবলমাত্র পৃথিবী নয়, একইসঙ্গে চাঁদের কক্ষপথেও চলে এই ডকিং প্রক্রিয়া। চন্দ্রযান-৪ অভিযানের লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হল মিশন।

Related Articles